Sexual Harassment

অটিস্টিক নাবালিকাকে যৌন হেনস্থা

বাসের ভিতরে অটিজ়ম আক্রান্ত এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে বর্ধমান শহরে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ০৭:৩৫
Share:

—প্রতীকী চিত্র।

বাসের ভিতরে অটিজ়ম আক্রান্ত এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে বর্ধমান শহরে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ওই নাবালিকার মায়ের অভিযোগ, ধৃত জয়ন্ত চক্রবর্তী বাসে উঠে মেয়ের পিছনে বসেন। কিছু দূর যাওয়ার পরে তিনি দেখেন, তিনি মেয়ের সঙ্গে অভব্যতা করছেন। যৌন হেনস্থাও করা হয় বলে অভিযোগ। তিনি প্রতিবাদ করেন। অন্যরাও সুর চড়ান। অভিযুক্ত চলন্ত বাস থেকে নেমে পালাতে গেলে ধরে ফেলা হয়।

অটিজ়ম আক্রান্তদের নিয়ে কাজ করা একাধিক সংগঠনের দাবি, অটিস্টিক মেয়েটি কথা বলতে পারে না। ঘটনার পর থেকে থানায় গিয়ে অভিযোগ জানানো, শারীরিক পরীক্ষার জন্য হাসপাতাল থেকে আদালতে যাওয়া পর্যন্ত, সব জায়গাতেই দীর্ঘ অপেক্ষা, বাধার মুখে পড়তে হয়েছে। যদিও বর্ধমান থানার দাবি, পকসো আইনে কিছু নিয়ম মানতে হয়। সেই কারণে দেরি হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন