এখনও তৈরি নয় জেলার কোয়রান্টিন কেন্দ্র
Coronavirus

অনুষ্ঠান স্থগিত করে পরিচয় সচেতনতার

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২০ ০১:২২
Share:

ভাতারে ব্যানার। নিজস্ব চিত্র

এক জায়গায় বেশি লোকের জমায়েত আপাতত এড়াতে হবে, পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞেরা। তার পরেও নানা রাজনৈতিক কর্মসূচি থেকে অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। তবে তার মধ্যে সচেতনতার পরিচয়ও রাখছেন বাসিন্দাদের অনেকে। করোনাভাইরাস নিয়ে সতর্কতায় শ্রাদ্ধানুষ্ঠান, অন্নপ্রাশনের মতো নানা সামাজিক অনুষ্ঠান বাতিল করছেন বা পিছিয়ে দিচ্ছেন অনেকেই।

Advertisement

ভাতার ব্যবসায়ী সমিতির সভাপতি, কুলচণ্ডা গ্রামের বাসিন্দা ধাত্রীপদ কোঁয়ার গত ৬ মার্চ বার্ধক্যজনিত কারণে মারা যান। আজ, বৃহস্পতিবার শ্রাদ্ধানুষ্ঠান ও শুক্রবার নিয়মভঙ্গের অনুষ্ঠানে তিন হাজার মানুষ নিমন্ত্রিত ছিলেন। কলকাতার একটি ক্যাটারিং সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু করোনাভাইরাস নিয়ে প্রশাসনের পরামর্শ মানতে অনুষ্ঠান আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন মৃতের ছেলে গৌরমোহন কোঁয়ার ও নাতি মহেন্দ্রনাথ কোঁয়ার। তাঁরা এলাকা জুড়ে ফ্লেক্স টাঙিয়ে, সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে ও ‘সোশ্যাল মিডিয়া’য় প্রচার করেছেন এ নিয়ে।

গৌরমোহনবাবু বলেন, ‘‘আমাদের প্রস্তুতি সারা হয়ে গিয়েছিল। এর মধ্যে প্রশাসনের তরফে ফোন করে জানানো হয়, যে কোনও রকম জমায়েত না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আমরা ব্লক দফতর ও থানায় গেলে সেখানেও একই পরামর্শ দেওয়া হয়। সচেতন বাসিন্দা হিসাবে অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

Advertisement

বর্ধমান শহরের কেশবগঞ্জ চটির কাছে গ্রিনপার্কের বাসিন্দা, পাল্লা রোড হাইস্কুলের শিক্ষক অনির্বাণ কুণ্ডু তাঁর মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠান পিছিয়ে দিয়েছেন। অনুষ্ঠান বাড়ির ‘বুকিং’ও বাতিল করেছেন। বুধবার তিনি বলেন, ‘‘এটাই দায়িত্ব। এক জন শিক্ষক হিসাবে তা পালন করেছি। আমি চাই, করোনাভাইরাস মোকাবিলায় সামাজিক অনুষ্ঠান বন্ধ রেখে সকলে প্রশাসনকে সাহায্য করুন।’’

বর্ধমানের একটি কেটারিং সংস্থার মালিক সত্যজিৎ দত্ত (কালী) জানান, করোনাভাইরাসের জন্য নানা বরাত বাতিল হচ্ছে। শহরের একটি রেস্তরাঁর কর্ণধার সৌরভ গোস্বামী বলেন, ‘‘আমাদের তিনটি অনুষ্ঠান করোনাভাইরাসের জন্য বাতিল হয়েছে।’’ মহকুমাশাসক (বর্ধমান উত্তর) পুষ্পেন্দু সরকার বলেন, ‘‘জমায়েত থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। সেখানে সচেতনতা যত বাড়বে, তত ভাল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement