জেলায় আক্রান্ত দু’হাজার পার
lockdown burdawan

দোসর বৃষ্টি, পথ শুনশান লকডাউনে

শহরের চকবাজার, সোনাপট্টি, পুরনো বাসস্ট্যান্ড, বৈদ্যপুর মোড়-সহ কালনা শহর ও লাগোয়া এলাকর বেশির ভাগই ছিল ফাঁকা। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২১ অগস্ট ২০২০ ০০:১১
Share:

কালনার আরএমসি বাজার। নিজস্ব চিত্র।

মেমারির মণ্ডলগ্রামে হাট। পুলিশ টহলে বন্ধ হয়ে যায়।

Advertisement

কালনায় খেয়াঘাট-সহ কিছু জায়গায় সকালে চায়ের দোকান খুলেছিল। মুরগির মাংসের দোকান খোলার চেষ্টা করেন দু’-এক জন ব্যবসায়ী। কিন্তু পুলিশ টহল দেওয়া শুরু করতেই ঝাঁপ পড়ে যায়। বিকেল ৩টে নাগাদ শহরের তেঁতুলতলা মোড়ে ছানার পাইকারি কিছু ব্যবসায়ী বসেছেন বলে খবর পায় পুলিশ। দ্রুত সেখানে গিয়ে পুলিশ তা বন্ধ করে দেয়। তবে শহরের চকবাজার, সোনাপট্টি, পুরনো বাসস্ট্যান্ড, বৈদ্যপুর মোড়-সহ কালনা শহর ও লাগোয়া এলাকর বেশির ভাগই ছিল ফাঁকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন