খুনে ধৃতদের পুলিশ হেফাজত

রায়নার পঞ্চায়েত সমিতির সভাপতি খুনে অভিযুক্ত তিন জনকে আগেই গ্রেফতার করেছিল হুগলির শ্রীরামপুর থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের বর্ধমান জেলা আদালতে তোলা হলে মুখ্য বিচারক সেলিম আহমেদ আনসারি তাদের পাঁচ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, ধৃতরা হলেন শেখ সোরাব, অভি সরকার ওরফে নেওলা, এবং দেবতোষ দে ওরফে সায়েদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ১৯ জুন ২০১৫ ০১:৪১
Share:

রায়নার পঞ্চায়েত সমিতির সভাপতি খুনে অভিযুক্ত তিন জনকে আগেই গ্রেফতার করেছিল হুগলির শ্রীরামপুর থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের বর্ধমান জেলা আদালতে তোলা হলে মুখ্য বিচারক সেলিম আহমেদ আনসারি তাদের পাঁচ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, ধৃতরা হলেন শেখ সোরাব, অভি সরকার ওরফে নেওলা, এবং দেবতোষ দে ওরফে সায়েদ। গত ১১মে মোটরবাইকে চেপে ভাইপোর সঙ্গে বাড়ি ফেরার পথে খুন হন রায়না ২ পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুল আলিম। এই ঘটনার তদন্তে নেমে মাধবডিহি থানার পুলিশ ইতিমধ্যে ১৩ জনকে গ্রেফতার করেছে। পুলিশের দাবি, টাকাপয়সার জন্য নয়, নিরুপদ্রবে বর্ধমান এলাকায় থাকার শর্তেই ওই নেতাকে তারা খুন করেছে বলে পুলিশের জেরায় স্বীকার করেছে ধৃতেরা। খুনের পিছনে রয়েছে শ্রীরামপুরের কুখ্যাত দুষ্কৃতী যিশু ওরফে নটনারায়ণ ঘোষ। এই তিন জনকে ১০ জুন বাঙ্গিহাটিতে দিল্লি রোডের কাছ থেকে আগ্নেয়াস্ত্র-সহ পুলিশ ধরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন