নম্বর সাঁটিয়ে টোটো গোনা হবে শহরে

রাস্তায় নেমেছে কত টোটো, সেই সংখ্যা জানতে চেয়েছে আদালত। সে জন্য টোটোর গায়ে সংখ্যা সাঁটিয়ে গোনা শুরু করতে চলেছে আসানসোল পুরসভা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রানিগঞ্জ শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৬ ০০:০৩
Share:

রাস্তায় নেমেছে কত টোটো, সেই সংখ্যা জানতে চেয়েছে আদালত। সে জন্য টোটোর গায়ে সংখ্যা সাঁটিয়ে গোনা শুরু করতে চলেছে আসানসোল পুরসভা। পুর কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, আসানসোল পুরসভায় রানিগঞ্জে টোটো সব থেকে বেশি চলে। সংখ্যায় তা প্রায় হাজার। তাই প্রথম ধাপে ২৯ অগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত রানিগঞ্জ রবিন সেন স্টেডিয়ামে টোটোর সংখ্যা সমীক্ষা করা হবে। তার পরে ধাপে-ধাপে আসানসোল, কুলটি ও জামুড়িয়ায় এই কর্মসূচি হবে।

Advertisement

শিল্পাঞ্চলে সম্প্রতি প্রশাসন টোটোর শো-রুম বন্ধে অভিযান চালায়। বন্ধ করে দেওয়া হয়েছে অনেক শো-রুম। মঙ্গলবার রানিগঞ্জে বরো কার্যালয় পুরসভার মেয়র পারিষদ পূর্ণশশী রায়, পুলিশ ও প্রশাসনের প্রতিনিধিরা একটি বৈঠক করেন। সেখানে সিদ্ধান্ত হয়, সমস্ত কাউন্সিলরকে নিজেদের এলাকায় টোটো চালকদের জানাতে হবে, তাঁরা যেন ওই নির্দিষ্ট দিনগুলিতে রবিন সেন স্টেডিয়ামে গাড়ি নিয়ে হাজির থাকেন। আসানসোলের মহকুমাশাসক প্রলয় রায়চৌধুরী জানান, ২৩ সেপ্টেম্বরের মধ্যে হাইকোর্টের কাছে সারা রাজ্যে টোটোর সংখ্যা জানাতে হবে। মহকুমাশাসক বলেন, “রাজ্য সরকারের পরিবহণ দফতর বিঞ্জপ্তি জারি করে জানিয়ে দিয়েছে, টোটোর গায়ে ‘টেম্পোরারি আইডেন্টিফিকেশন’ নম্বর লিখে দিতে হবে।’’ তিনি আরও জানান, নিয়ম অনুযায়ী, জাতীয় সড়কে টোটো চালানে যাবে না। বাসস্টপ থেকে ভিতরের এলাকার রাস্তায় টোটো চলতে পারবে। আসানসোলে এই নির্দেশ মেনে কাজ হবে, জানান মহকুমাশাসক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন