প্রাক্তন সিপিআই কাউন্সিলর-সহ শ’চারেক দলীয় কর্মী যোগ দিলেন তৃণমূলে। বৃহস্পতিবার জামুড়িয়া পুরসভার প্রাক্তন সিপিআই কাউন্সিলর সুখময় পাণ্ডে-সহ দলবদল করা অন্যান্যদের নিয়ে একটি মিছিল জামুড়িয়া শহর পরিক্রমা করে। মিছিলে ছিলেন, তৃণমূলের আসানসোল জেলা সভাপতি ভি শিবদাসন। বুধবার সন্ধ্যায় অন্ডালের সিদুলিতেও তৃণমূলে যোগ দিয়েছেন খান্দরা গ্রামপঞ্চায়েতের সিপিআই সদস্য রীতাদেবী সিংহ-সহ শ’দুয়েক সমর্থক। রীতাদেবীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন জেলা পরিষদ সদস্য রূপেশ যাদব।