গুলিবিদ্ধ দেহ উদ্ধার

গুলিবিদ্ধ এক যুবকের দেহ উদ্ধার হল। পুলিশ জানিয়েছে নিহতের নাম মহসিন শেখ (৩১)। সোমবার সকালে কালনা ২ ব্লকের কল্যাণপুরে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন এলাকার লোকজন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কালনা শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৭ ০১:২৮
Share:

ভিড়। কল্যাণপুরে। নিজস্ব চিত্র

গুলিবিদ্ধ এক যুবকের দেহ উদ্ধার হল। পুলিশ জানিয়েছে নিহতের নাম মহসিন শেখ (৩১)। সোমবার সকালে কালনা ২ ব্লকের কল্যাণপুরে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন এলাকার লোকজন। মহসিনের বাড়ি হুগলির বলাগড়ের সোমরা বাজার এলাকায়। তবে কী কারণে কেন খুন, সে নিয়ে অন্ধকারে পুলিশ।

Advertisement

নিহতের বাবা হারুনাল রসিদ বলেন, ‘‘রবিবার ছেলে মোটরবাইক, মোবাইল নিয়ে বাড়ি থেকে বের হয়। তারপর আর খোঁজ মেলেনি। এ দিন সকালে জানতে পারি কালনার একটি গ্রামে এক যুবকের দেহ উদ্ধার হয়েছে। কাটোয়া হাসপাতালে গিয়ে ছেলেকে শনাক্ত করি।’’ কে, কারা ছেলেকে মারল সে বিষয়ে অন্ধকারে তিনিও। এ দিকে ভোর হতেই স্থানীয় বাসিন্দারা দেখেন কল্যাণপুর গ্রামের জলার মাঠে পড়ে রয়েছে এক যুবকের দেহ। পাশে চাপ চাপ রক্ত। গায়ে ছিল লাল-সাদা গেঞ্জি, নীল রঙের প্যান্ট।

দ্রুত সে খবর পৌঁছয় পুলিশে। খবর পেয়ে তড়ঘড়ি ঘটনাস্থলে আসেন কালনার এসডিপিও প্রিয়ব্রত রায়। পুলিশ জানিয়েছে, নিহতের দেহে প্রাথমিক ভাবে দু’টি গুলি মিলেছে। একটি পাঁজরে, অন্যটি কপালের পাশে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, ওই যুবককে ডেকে এনে খুন করা হয়। মৃত্যু নিশ্চিত করতেই সম্ভাবত দ্বিতীয় বার গুলি করা হয়। মৃতদেহের কোমরে গামছা বাঁধা থাকায় পুলিশের সন্দেহ, মাঠের এক জায়গা থেকে অন্য জায়গায় দুষ্কৃতীরা তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে গিয়েছিল।

Advertisement

এসডিপিও প্রিয়ব্রত রায় বলেন, ‘‘দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে। শুরু হয়েছে তদন্তও।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন