ওভারব্রিজের দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ

রেল ওভারব্রিজ তৈরির দাবিতে ঘন্টা দুয়েক ট্রেন আটকে অবরোধ চলল কাটোয়ায়। শুক্রবার সকাল সাতটা থেকে কাটোয়া স্টেশনের কাছে ট্রেন আটকে লাইনে বসে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরে রেলের আধিকারিকরা গেলে অবরোধ তুলে নেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাটোয়া শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৬ ০১:৫৭
Share:

রেল ওভারব্রিজ তৈরির দাবিতে ঘন্টা দুয়েক ট্রেন আটকে অবরোধ চলল কাটোয়ায়। শুক্রবার সকাল সাতটা থেকে কাটোয়া স্টেশনের কাছে ট্রেন আটকে লাইনে বসে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরে রেলের আধিকারিকরা গেলে অবরোধ তুলে নেওয়া হয়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, এ দিন সকাল ৭টা নাগাদ আজিমগঞ্জ-কাটোয়া লোকাল ট্রেন কাটোয়া স্টেশন ঢোকার মুখে কেশিয়াপাড়া তেনার ফটকের কাছে কুলডাঙা, মিলপাড়া, মীরপাড়া, কেশেপাড়া, কালীতলা, নূরপাড়ার প্রায় হাজার খানেক বাসিন্দা রেললাইনে হাজির হয়ে যান। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রেল লাইন পেরিয়ে যাতায়াত করতে হয় তাঁদের। প্রায়শই ছোট বড় দুর্ঘটনা ঘটে। ওভারব্রিজ হলে সমস্যা মিটবে বলেও দাবি করেন তাঁরা।

স্থানীয় কালাম শেখ, আনোয়ার আলি, সামসুল শেখদের দাবি, ফটকের কাছে রেলব্রিজ করা হলে যাতায়াতে বিপদ অনেক কমবে। এ দিন অবরোধের জেরে একঘন্টা দেরিতে ঢোকে আজিমগঞ্জ লোকাল। দেরিতে ছাড়ে কাটোয়া থেকে আজিমগঞ্জ যাওয়ার ট্রেনও। আটকে পড়া অনেক যাত্রীকেই ডাউন আজিমগঞ্জ লোকাল থেকে নেমে হেঁটেই রেল লাইন পেরিয়ে স্টেশনে আসতে দেখা যায়। রেল পুলিশের তরফে জানা যায়, রেলের আধিকারিক এসে ওভারব্রিজ তৈরির বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিলে ৯টা নাগাদ অবরোধ তুলে নেন বাসিন্দারা। তারপর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন