Dilip Ghosh

Dilip Ghosh: কুয়াশার মধ্যে শতাধিক কর্মী নিয়ে আসানসোলে মিছিল দিলীপের, উঠল বিধিভঙ্গের অভিযোগ

ভোরবেলা আসানসোল ঢেকেছিল ঘন কুয়াশায়। তার মধ্যেই পুরভোটের প্রচারে বেরিয়েছিলেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ১৩:১৬
Share:

আসানসোলে ভোটের প্রচারে দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র।

রাতভর বৃষ্টির পর ভোরবেলা আসানসোল ঢেকেছিল ঘন কুয়াশায়। তার মধ্যেই পুরভোটের প্রচারে বেরিয়েছিলেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। শতাধিক কর্মী-সমর্থকদের নিয়ে আসানসোল পুরনিগমের ৫৭ নম্বর ওয়ার্ডের বরতরিয়া এলাকায় প্রচার করেছেন তিনি। সে সময় তাঁর সঙ্গে ছিলেন ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী অমর বাউরি। এই মিছিলে বিধিভঙ্গের অভিযোগ তুলেছে তৃণমূল। তবে সেই অভিযোগ উড়িয়ে দিয়ে দিলীপ বলেছেন, ‘‘রাজ্যের শাসকদলই কোভিডবিধি মানে না।’’

Advertisement

দিন দু’য়েক ধরে আসানসোলে রয়েছেন দিলীপ। গত দু’দিনে প্রচারে বেরিয়ে বিধিভঙ্গের অভিযোগ পুলিশি বাধার মুখে পড়তে হয়েছিল তাঁকে। প্রথমে উত্তর আসানসোল, পরে কুলটি। পুলিশি বাধায় গন্ডগোলের মধ্যেই প্রচার করতে দেখা গিয়েছিল তাঁকে। বুধবারও তাঁর প্রচারে ছিলেন প্রচুর পুলিশকর্মী। বুধবার দিলীপ ঘোষ বলেছেন, ‘‘ঠান্ডার মধ্যেই মানুষ বেরিয়েছে। ভাল সাড়া পাচ্ছি। তৃণমূল সাংগঠনিক ভাবে মোকাবিলা করতে না পেরে পুলিশ দিয়ে আমাদের আটকানোর চেষ্টা করছে।’’

ভোট, মেলা দু’মাস বন্ধ রাখার জন্য তৃণমূলের সর্বভারতীর সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সওয়ালকে কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ। তিনি বলেছেন, ‘‘চালাকির রাজনীতি চলছে। যাঁরা ভোট চাইছেন না, তাঁদের মন রাখতে অভিষেক কথা বলছেন। মমতা ভোট করাচ্ছেন।’’ কোভিডবিধি ভঙ্গ নিয়ে তিনি বলেছেন, ‘‘নিয়মগুলো আগেও ছিল, এখনও আছে। বিজেপি-র এ নিয়ে কোনও অসুবিধা নেই। কিন্তু শাসকদলই নিয়ম মেনে চলে না।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন