গরমিলের নালিশ, ধৃত ৫ কর্মী

চাকরিতে আবেদন করার সময় ভুয়ো শংসাপত্র দাখিল, অন্যকে দিয়ে পরীক্ষা দেওয়ানো-সহ বেশ কয়েকটি অনিয়মের অভিযোগে বার্নপুরের ইস্কো কারখানার ৫ জন কর্মীকে গ্রেফতার করল সিবিআই। বুধবার ধৃতদের আসানসোলের সিবিআই আদালতে তোলা হলে ধৃতদের ছ’দিনের সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক সৌম্যব্রত সরকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ০২ জুন ২০১৬ ০০:৫২
Share:

চাকরিতে আবেদন করার সময় ভুয়ো শংসাপত্র দাখিল, অন্যকে দিয়ে পরীক্ষা দেওয়ানো-সহ বেশ কয়েকটি অনিয়মের অভিযোগে বার্নপুরের ইস্কো কারখানার ৫ জন কর্মীকে গ্রেফতার করল সিবিআই। বুধবার ধৃতদের আসানসোলের সিবিআই আদালতে তোলা হলে ধৃতদের ছ’দিনের সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক সৌম্যব্রত সরকার।

Advertisement

আইনজীবী আশিস মুখোপাধ্যায় জানান, ২০১৪-র অগস্টে চন্দন কুমার, মহাবীর দাস, যোগেশ কুমার, মানিক কুমার ও মনিশ দাস নামে পাঁচ ব্যক্তিকে ইস্কো কারখানায় অ্যাটেন্ডন্ট কাম টেকনিশিয়ান পদে নিয়োগ করা হয়। ইস্কো সূত্রে জানা গিয়েছে, ওই পদে নিয়োগের জন্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। মোট ১৬৯ জন ওই পদের জন্য আবেদন করেছিলেন। বেঙ্গালুরুর একটি বেসরকারি সংস্থা ওই পরীক্ষা পরিচালনার দায়িত্ব পায়।

ইস্কো কর্তৃপক্ষ জানান, প্রায় বছর দেড়েক বাদে জানা যায়, অভিযুক্ত এই পাঁচ কর্মী নিয়োগের আবেদনপত্রে যে শংসাপত্র দাখিল করেছিলেন, তা ঠিক ছিল না। শুধু তাই নয়, অভিযুক্তেরা নিজেরা পরীক্ষাতেও বসেননি বলে অভিযোগ। সিবিআই দফতরে এই অভিযোগ আসার পরেই শুরু হয় তদন্ত। এরপর মঙ্গলবার বার্নপুর থেকে ওই পাঁচ কর্মীকে গ্রেফতার করে সিবিআই। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ধৃতেরা সকলেই ঝাড়খণ্ডের বোকারোর বাসিন্দা। প্রাথমিক ভাবে সিবিআইয়ের অনুমান, এই ঘটনায় কোনও বড়সড় জালিয়াতি চক্রের যোগ থাকতে পারে। সিবিআই আধিকারিকেরা জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও কেউ ঘটনায় জড়িত কিনা, জানার চেষ্টা করা হবে।

Advertisement

ইস্কো কর্তৃপক্ষ জানান, অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপও করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন