বেতন নিয়ে ক্ষোভ শোনপুর বাজারিতে

বকেয়া পাওনা মিটিয়ে দেওয়া ও ঠিক সময়ে বেতনের দাবিতে চার দিন শোনপুর বাজারি প্রকল্পের একটি একটি বেসরকারি ঠিকা সংস্থার কাজ বন্ধ রাখলেন জনা তিরিশ কর্মী। বিক্ষোভে সামিল শিবলালা মুর্মু ও প্রদীপ বাউরিরা দাবি করেন, তাঁরা আইএনটিটিইউসি অনুমোদিত খনি শ্রমিক সংগঠন কেকেএসসি-র সঙ্গে যুক্ত। ভোটের আগে ইউনিয়নের নেতারা বিক্ষোভের অনুমতি দেননি। তাই নিজেরাই বিক্ষোভে সামিল হন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৬ ০১:৪৪
Share:

বকেয়া পাওনা মিটিয়ে দেওয়া ও ঠিক সময়ে বেতনের দাবিতে চার দিন শোনপুর বাজারি প্রকল্পের একটি একটি বেসরকারি ঠিকা সংস্থার কাজ বন্ধ রাখলেন জনা তিরিশ কর্মী।

Advertisement

বিক্ষোভে সামিল শিবলালা মুর্মু ও প্রদীপ বাউরিরা দাবি করেন, তাঁরা আইএনটিটিইউসি অনুমোদিত খনি শ্রমিক সংগঠন কেকেএসসি-র সঙ্গে যুক্ত। ভোটের আগে ইউনিয়নের নেতারা বিক্ষোভের অনুমতি দেননি। তাই নিজেরাই বিক্ষোভে সামিল হন। তাঁদের অভিযোগ, এই প্রকল্পে একই কাজ করে বেশ কয়েকটি বেসরকারি ঠিকা সংস্থা। অন্য সংস্থার বেতন মাসের ১০ তারিখে হলেও তাঁদের বেতন দেওয়া হয় ১৮-২২ তারিখে। এক বছরের ছুটির টাকা বাকি। প্রতি মাসেই মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি মিললেও সংস্থা বকেয়া মেটায়নি। শনিবার সংস্থা কর্তৃপক্ষ দাবিপূরণের প্রতিশ্রুতি দেওয়ার পরে তাঁরা বিক্ষোভ তুলে নিলেন বলে জানান।

ওই সংস্থা যদিও জানায়, তারা প্রতি মাসে ২২ তারিখে বেতন দেয়। এ মাসে কর্মীরা পয়লা বৈশাখের আগে বেতনের দাবি জানান। তারা তা দিতে না চাওয়ায় কর্মীরা বিক্ষোভে সামিল হন।

Advertisement

ইসিএলের সিএমডি-র কারিগরি সচিব নীলাদ্রি রায় জানান, ওই প্রকল্পে অনেকগুলি ঠিকা সংস্থা কাজ করে। তাদের মধ্যে কারও সঙ্গে বেতন নিয়ে বিবাদ হলে তা মিটিয়ে কাজ করার দায়িত্ব ঠিকা সংস্থার। তিনি বলেন, “ওই ঠিকা সংস্থা তাদের কাজ বন্ধ আছে, এমন কোনও রির্পোট আমাদের দেয়নি। আমাদের উৎপাদনেও কোনও ঘাটতি হয়নি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement