দুয়ারে কর্মসূচির ক্যাম্প পরিদর্শনে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা

‘দুয়ারে সরকার’ কর্মসূচির ক্যাম্পে কেমন পরিষেবা পাচ্ছেন মানুষ, তা পরিদর্শন  করলেন পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২০ ১২:১২
Share:

দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন। নিজস্ব চিত্র।

‘দুয়ারে সরকার’ কর্মসূচির ক্যাম্পে কেমন পরিষেবা পাচ্ছেন মানুষ, তা পরিদর্শন করলেন পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। এ জন্য বৃহস্পতিবার তাঁরা গিয়েছিলেন বর্ধমান ২ নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর ১ নম্বর পঞ্চায়েতের জোতরাম বিদ্যাপীঠ হাই স্কুলে। সেখানকার ক্যাম্পে ১১ রকম পরিষেবা দিচ্ছে প্রশাসন। সেখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন জেলাশাসক মোহাম্মদ এনাউর রহমান, জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়, অতিরিক্ত জেলা পুলিশ সুপার কল্যাণ সিংহরায়, ডিএসপি (হেডকোয়ার্টার) সৌভিক পাত্র এবং জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম-সহ অন্যান্য প্রশাসনের আধিকারিকরা।

Advertisement

পরিদর্শনে গিয়ে প্রশাসনিক কর্তারা কথা বলেছেন সাধারণ মানুষের সঙ্গে, তাঁদের সুবিধা-অসুবিধার কথাও শুনেছেন। রাজু হালদার, মৌসুমী দাসের মতো ক্যাম্পে পরিষেবা নিতে আসা উপভোক্তারা নিজেদের মতামত জানিয়েছেন প্রশাসনিক কর্তাদের। স্থানীয় বাসিন্দা সনাতন ঘোষ বলেছেন,‘‘আগে কোনও সরকারি সুবিধা ব্যাপারে জানতে পার্টি অফিসে যেতে হত। এখন আর মানুষকে কোনও দফতরে বা কোনো রাজনৈতিক দলের অফিসে যেতে হচ্ছে না।’’

জেলাশাসক বলেছেন, ‘‘এই পরিষেবা পেয়ে খুশি সাধারণ মানুষজন। প্রশাসন এলাকায় এলাকায় পৌঁছে গিয়েছে বিভিন্ন সরকারি সুবিধা নিয়ে।’’ পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেছেন,‘‘এখানে কোনও সমস্যা নেই। সকলেই মুখে মাস্ক ব্যবহার করছেন। মানা হচ্ছে কোভিড বিধিও।’’ পুলিশ প্রশাসন জেলা প্রশাসনকে সব রকম সহযোগিতা করছেন বলেও জানিয়েছেন তিনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন