গাড়ি উল্টে জখম

গাড়ি দুর্ঘটনায় আহত হলেন জনা আটেক যাত্রী। ঘটনাটি ঘটেছে বুদবুদের মাড়ো গ্রামের কাছে। আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সিমনড়ে তৃণমূলের একটি সভা ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বুদবুদ শেষ আপডেট: ২৬ মে ২০১৫ ০০:২৯
Share:

গাড়ি দুর্ঘটনায় আহত হলেন জনা আটেক যাত্রী। ঘটনাটি ঘটেছে বুদবুদের মাড়ো গ্রামের কাছে। আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সিমনড়ে তৃণমূলের একটি সভা ছিল। বিকেলে মাড়ো গ্রাম থেকে একটি গাড়িতে করে সেই সভায় যাচ্ছিলেন বেশ কিছু দলীয় কর্মী-সমর্থক। খানিকটা যাওয়ার পরেই ঝড় ওঠে। সেই সময়েই অন্য একটি গাড়ি এসে পিছন থেকে ধাক্কা মারে। তৃণমূল কর্মী-সমর্থকদের গাড়িটি উল্টে যায়। তাতেই জখম হন বেশ কয়েক জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গলসি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি জনার্দন চট্টোপাধ্যায় জানান, সাত জনকে চিকিৎসার জন্য বর্ধমানে পাঠানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন