চাঁদা আদায় নিয়ে সংঘর্ষ সিঁদুলিতে

বিশ্বকর্মা পুজোর চাঁদা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ বাধল অন্ডালের সিঁদুলিতে। নাম জড়াল তৃণমূলেরও। শনিবার এই ঘটনায় জনা তিনেক জখম হন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

অন্ডাল শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৬ ০১:৩৪
Share:

অশান্তির পরে। নিজস্ব চিত্র।

বিশ্বকর্মা পুজোর চাঁদা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ বাধল অন্ডালের সিঁদুলিতে। নাম জড়াল তৃণমূলেরও। শনিবার এই ঘটনায় জনা তিনেক জখম হন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে সিঁদুলির তিলিপাড়ায় এক টোটো চালকের কাছে পাশের বাউরি পাড়ার কয়েক জন বিশ্বকর্মা পুজোর চাঁদা চায়। ওই টোটো চালক তা দিতে অস্বীকার করায় বচসা বেধে যায়। তিলিপাড়ার বাসিন্দাদের অভিযোগ, এর কিছুক্ষণ পরেই বাউরি পাড়া থেকে এক দল লোক তাদের পাড়ায় চড়াও হয়। তারা এলোপাথাড়ি মারধর শুরু করে। তাতে কয়েক জন জখম হন। তাঁদের মধ্যে সুরজ বড়াই ও গোবিন্দ দে নামে দু’জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে পরিবারের লোকেরা জানান।

এই ঘটনায় রাজনীতির রঙও লেগেছে। এলাকার নানা সূত্রের দাবি, তিলিপাড়ার লোকজন তৃণমূলের ব্লক সভাপতি অলোক মণ্ডল এবং বাউরি পাড়ার অনেকে জেলা পরিষদ সদস্য রূপেশ যাদবের অনুগামী বলে পরিচিত। তিলিপাড়ার বাসিন্দা তথা স্থানীয় পঞ্চায়েত সদস্য কবিতা বড়াইয়ের অভিযোগ, ‘‘৪ সেপ্টেম্বর অলোকবাবুর ডাকা দলের বৈঠকে আমরা যোগ দিয়েছিলাম। তার পর থেকে বাউরি পাড়ার রূপেশ-অনুগামীরা আমাদের পাড়ার দলীয় কর্মীদের হুমকি দিচ্ছিল। এ দিন বিশ্বকর্মা পুজোর চাঁদার নাম করে ওরা হামলা চালায়। বিষয়টি দলের উচ্চ নেতৃত্বকে জানিয়েছি। তাঁরাই যা ব্যবস্থা নেওয়া নেবেন।”

Advertisement

রূপেশবাবু ও অলোকবাবু অবশ্য এই গোলমালের পিছনে কোনও রাজনীতি রয়েছে বলে মানতে চাননি। তাঁরা দু’জনেই জানান, বিশ্বকর্মা পুজোর চাঁদা নিয়ে দুই পাড়ার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পুলিশও জানায়, চাঁদা আদায় নিয়ে গণ্ডগোল হয়েছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। রাত পর্যন্ত কোনও পক্ষ কোনও অভিযোগও দায়ের করেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন