সপরিবারে দুর্ঘটনায় মৃত্যু

দুর্ঘটনায় মৃত্যু হল বাবা-মা-ছেলের। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে কেতুগ্রামের পাঁচুন্দি গ্রামে। মৃতদের নাম মধুসূদন ঘোষ (৪৮), রীতা ঘোষ (৪০) ও অরিজিৎ ঘোষ (১৯)। বাড়ি কেতুগ্রামের কোমরপুরে।

Advertisement
শেষ আপডেট: ০১ মার্চ ২০১৬ ০১:৫৪
Share:

দুর্ঘটনায় মৃত্যু হল বাবা-মা-ছেলের। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে কেতুগ্রামের পাঁচুন্দি গ্রামে। মৃতদের নাম মধুসূদন ঘোষ (৪৮), রীতা ঘোষ (৪০) ও অরিজিৎ ঘোষ (১৯)। বাড়ি কেতুগ্রামের কোমরপুরে। মধুসূদনবাবু প্রাক্তন সেনাকর্মী। স্থানীয় সূত্রে খবর, এ দিন দুপুর ১২টা নাগাদ মোটরবাইকে তাঁরা তিন জন উদ্ধারণপুরে ভাগীরথীর ঘাটে স্নান করে ফিরছিলেন। পাঁচুন্দির কাছে একটি ডাম্পার পিছন থেকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। পরে স্থানীয় বাসিন্দারা ডাম্পারের চালক ও খালাসিকে আটক করে কেতুগ্রাম থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনটি দেহ ময়না-তদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ওই চালক ও খালাসিকে আটক করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement