FCI

ফুড কর্পোরেশনের গুদামে মাল পাঠায়নি কেন্দ্র, কাজ হারানোর ভয়ে বিক্ষোভ শ্রমিকদের

মঙ্গলবার এই কারণেই কুলটির নিয়ামতপুরে এফসিআই অফিসের ডিপো ম্যানেজারকে বাইরে বসিয়ে রেখে বিক্ষোভে সামিল হয়েছেন শ্রমিকরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ১৫ জুন ২০২১ ১৮:৩৬
Share:

নিজস্ব চিত্র

প্রায় ১৫ দিন ধরে কাজ পাচ্ছেন না আসানসোলের নিয়ামতপুরের ফুড কর্পোরেশন (এফসিআই) গুদামে কর্মরত শ্রমিকরা। কারণ, চলতি মাসে এই গুদামের জন্য নির্দিষ্ট খাদ্যসামগ্রী চলে গিয়েছে দুর্গাপুরের গুদামে। শ্রমিকদের অভিযোগ, মাঝেমধ্যেই এই গুদামের জন্য বরাদ্দ জিনিস পাঠিয়ে দেওয়া হয় অন্যত্র। ফলে বার বার অনিশ্চয়তার মুখে পড়ে শ্রমিকদের আয়। তাঁদের সন্দেহ, হয়তো গুদামটি বন্ধ করে দিতে পারে কেন্দ্র। সব মিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার দাবিতে আন্দোলনে নেমেছেন তাঁরা।

Advertisement

মঙ্গলবার নিয়ামতপুরে এফসিআই অফিসের ডিপো ম্যানেজারকে বাইরে বসিয়ে রেখে বিক্ষোভে শামিল হয়েছেন শ্রমিকরা। গুদামের সামনের গেট আটকে দীর্ঘ ক্ষণ বিক্ষোভ দেখান তাঁরা। আইএনটিইউসি-র নেতা রাজীব সিংহ বলেন, ‘‘এখানকার বরাদ্দ জিনিস দুর্গাপুরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর ফলে শ্রমিকরা কাজ পাচ্ছেন না। প্রায় ১৫ দিন ধরে বসে আছেন ওঁরা। তাই আজকে আমরা আন্দোলনে শামিল হয়েছি।’’

বরাদ্দ খাদ্যশস্য সরবরাহের জন্য ট্রেনে করে কেন্দ্রীয় সরকার এই গুদামে পাঠায়। সেই জিনিস গুদামে রাখা ও পরে সরবরাহের জন্য বেশ কয়েক জন শ্রমিক এখানে কাজ করেন। কিন্তু এই গুদামে শেষ এক মাসে মাল পাঠায়নি কেন্দ্র। তাতেই কাজ হারিয়েছেন এই শ্রমিকরা। অসুবিধায় পড়েছেন আসানসোলে একাধিক গম ভাঙানোর কলের ব্যবসায়ীরাও। নিয়ামতপুরের গুদামে মূলত গম আসে। সেই গম ভাঙানোর কাজ করে অনেকেই পেট চালান। তাঁরাও মুশকিলে পড়েছেন। দুর্গাপুরের এফসিআই গুদাম থেকে তাঁদের গম আনতে হচ্ছে। তাতে লাভের পরিমাণ কমছে। যদিও নিয়ামতপুর এফসিআই-এর ডিপো ম্যানেজার অরবিন্দ কুমার বলেন, ‘‘আমাকে ভিতরে ঢুকতেই দেওয়া হচ্ছে না। আমি বিষয়টি উপর মহলে জানিয়েছি।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন