Fire

শক্তিগড়ে টেলিফোন এক্সচেঞ্জে অগ্নিকাণ্ড, কিছু ক্ষণ পর এল নিয়ন্ত্রণে

মঙ্গলবার দুপুরে পূর্ব বর্ধমানের শক্তিগড় থানার বড়শুলে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। আশপাশের দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। কিছু ক্ষণ পর নিয়ন্ত্রণে আসে আগুন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:২৩
Share:

বর্ধমানের শক্তিগড়ে অগ্নিকাণ্ড। নিজস্ব চিত্র।

টেলিফোন এক্সচেঞ্জের গুদামে অগ্নিকাণ্ড। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে টেলিফোন এক্সচেঞ্জেও। মঙ্গলবার দুপুরে পূর্ব বর্ধমানের শক্তিগড় থানার বড়শুলে ঘটেছে এই ঘটনা। প্রাথমিক ভাবে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয়েরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। এর কিছু ক্ষণ পর অবশ্য নিয়ন্ত্রণে আসে আগুন।

Advertisement

দমকল প্রাথমিক ভাবে মনে করছে, কোনও ভাবে টেলিফোন এক্সচেঞ্জের গায়ে জড়ানো লতাপাতায় আগুন লেগে গিয়েছিল। সেখান থেকে আগুন লাগে টাওয়ারে। খবর পেয়ে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় বর্ধমান থেকে। এর কিছু ক্ষণ পর আগুন আয়ত্তে আসে। অবশ্য আগুনে অক্ষত এক্সচেঞ্জের মূল দফতর। সেখানে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। পাশের দোকানগুলিও অক্ষত আছে। অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছিল এলাকায়। আগুন নিয়ন্ত্রণে আসায় স্বস্তি ফেরে বাসিন্দাদের মধ্যে।

জ্বলছে আগুনের লেলিহান শিখা। নিজস্ব চিত্র।

বিএসএনএলের (এসডিইটি) আধিকারিক সুদীপ্ত সিন্‌হা বলেন, ‘‘আগুনে অনেক কেবল পুড়ে গিয়েছে। মূল দফতরের ক্ষতি না হলেও টাওয়ার এবং কেবলের বড় ক্ষতি হয়েছে। যদি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তবে টেলি পরিষেবায় ব্যাঘাত ঘটতে পারে।’’ অগ্নিকাণ্ডের পর টেলিফোন বিভ্রাট দেখা দেয় এলাকায়। বর্ধমান ১ ব্লকের বিডিও সুবর্ণা মজুমদার বলেন, ‘‘এখানে কোনও বড় ক্ষয়ক্ষতি না হলেও, কিছু দোকানের চালা পুড়ে গিয়েছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন