গোগলায় মারধর, ভাঙচুর

তৃণমূল অফিসে চলল গুলি

তৃণমূলের অফিসে চড়াও হয়ে মারধর, ভাঙচুর, এমনকী গুলি চালিয়ে পালিয়ে গেল এক দল দুষ্কৃতী। শনিবার বিকেলে লাউদোহা (ফরিদপুর) থানার গোগলায় এই ঘটনায় এক তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হন। মারধরে জখম হন আরও দু’জন। তাঁদের সবাইকে গোগলার কাছে ইসিএলের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানায়, এলাকায় টহল দেওয়া হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

লাউদোহা শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৬ ০১:০৯
Share:

ভাঙচুর হওয়া গাড়ি।—নিজস্ব চিত্র।

তৃণমূলের অফিসে চড়াও হয়ে মারধর, ভাঙচুর, এমনকী গুলি চালিয়ে পালিয়ে গেল এক দল দুষ্কৃতী। শনিবার বিকেলে লাউদোহা (ফরিদপুর) থানার গোগলায় এই ঘটনায় এক তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হন। মারধরে জখম হন আরও দু’জন। তাঁদের সবাইকে গোগলার কাছে ইসিএলের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানায়, এলাকায় টহল দেওয়া হচ্ছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেল ৫টা নাগাদ গোগলার তৃণমূল অফিসের ভিতরে বসেছিলেন দলের জনা ছয়েক কর্মী। হঠাৎ বেশ কয়েকটি মোটরবাইক নিয়ে এক দল দুষ্কৃতী হাজির হয়। তারা প্রথমে পার্টি অফিসের বাইরে রাখা একটি গাড়ি ও দু’টি মোটরবাইক ভাঙচুর করে। তার আওয়াজ শুনে তৃণমূল কর্মীরা পার্টি অফিস থেকে বেরিয়ে এলে তাঁদের উপরে চড়াও হয় দুষ্কৃতীরা। তাদের এক জন তখনই গুলি চালায় বলে অভিযোগ। বাবন ঘোষ নামে এক তৃণমূল কর্মীর পায়ে গুলি লাগে। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি গুলির খোল উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

হঠাৎ এ ভাবে তৃণমূলের অফিসে হামলার কারণ কী? পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাণ্ডবেশ্বরের দান্নো গ্রামের বেশ কয়েকজন সম্প্রতি মাধাইপুর কোলিয়ারি থেকে কয়লা পরিবহণের কাজের ভার পেয়েছেন। মাধাইপুর থেকে সামান্য দূরে গোগলা। সেখানকার বাসিন্দাদের একাংশ দাবি করেন, মাধাইপুর থেকে কয়লা তোলার কাজ তাঁদের দিতে হবে। দিন কয়েক ধরেই এ নিয়ে গণ্ডগোল চলছিল। শনিবার কিছু বাসিন্দা কাজের দাবিতে কোলিয়ারি থেকে কয়লা তোলার কাজ বন্ধ করে দেন বলে অভিযোগ। শেষ পর্যন্ত মীমাংসা সূত্র বের করার জন্য দু’পক্ষ আলোচনায় বসেন। কিন্তু স্থানীয় বাসিন্দারা যত জনকে নিয়োগের দাবি জানান, তত জনকে নেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেয় মালিকপক্ষ। ফলে, বৈঠক ভেস্তে যায়।

Advertisement

ঘটনাস্থলে গুলির খোল।

তৃণমূলের একটি সূত্রে জানা গিয়েছে, দলের গোগলা এলাকার নেতারা স্থানীয় বাসিন্দাদের কাজ চাওয়ার দাবিকে বরাবর সমর্থন করেছেন। এ দিন বৈঠক ভেস্তে যাওয়ার কিছুক্ষণ পরেই হামলা হয় গোগলার তৃণমূল অফিসে। ক্ষোভ থেকেই এই হামলা চালানো হয়েছে বলে মনে করছেন গোগলার তৃণমূল নেতৃত্ব। লাউদোহার ব্লক তৃণমূল নেতা সুজিত মুখোপাধ্যায় বলেন, ‘‘এক দল দুষ্কৃতী হঠাৎ পার্টি অফিসে হামলা করেছে। তারা দান্নো গ্রাম থেকে এসেছিল বলে জেনেছি। পুলিশকে সে কথা জানিয়েছি।’’

সবিস্তারে দেখতে ক্লিক করুন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন