(বাঁ দিকে) ঐশ্বর্যা রাই বচ্চন, সলমন খান (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
ব্যক্তি অধিকার ভঙ্গের অভিযোগে মাস কয়েক আগে ঐশ্বর্যা রাই বচ্চন আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এ বার সলমন খানও সেই কারণে আদালতের দ্বারস্থ। অভিনেতার অনুমতি ব্যতীত বেশ কিছু ওয়েব প্ল্যাটফর্ম। তাতেই আপত্তি জানিয়েছেন সলমন।
অনলাইনে তাঁর ছবি ব্যবহার করে, কখনও বিকৃত করে বিভিন্ন দুষ্কর্মে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ ছিল ঐশ্বর্যা রাই বচ্চনের। ব্যক্তি অধিকার রক্ষার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হন প্রাক্তন বিশ্বসুন্দরী। সেই মামলায় রায় গিয়েছিল ঐশ্বর্যার পক্ষে। এ বার খানিক একই অভিযোগ সলমনের। তিনি আদালতে জানান, অনুমতি ছাড়াই তাঁর কণ্ঠস্বর, ছবি, সংলাপ ব্যবহার করে ব্যবসা করা হচ্ছে, যা তাঁর ভাবমূর্তিতে ব্যাঘাত ঘটাচ্ছে। বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্ম এবং গোষ্ঠী তার সম্মতি ছাড়াই তার পরিচয় ব্যবহার করেছে, যা মানুষকে বিভ্রান্ত করতে পারে বলে অভিনেতার বক্তব্য। তাঁর ব্যক্তিগত অধিকারে গুরুতর হস্তক্ষেপ বলে তিনি জানান। ইতিমধ্যেই আদালতের তরফে ওটিটি প্ল্যাটফর্মগুলিকে অভিনেতার আবেদনে সাড়া দেওয়ার নিদের্শ দেওয়া হয়েছে।