Arrest

ডাকঘরে আর্থিক প্রতারণার মামলায় গ্রেফতার প্রাক্তন পোস্টমাস্টার!

আমানতকারীর লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগের তদন্তে নেমে ১২ দিন আগে সিআইডি বিদ্যুতের সহযোগী পোস্টাল এজেন্ট হৃদয়রঞ্জন মাইতিকে গ্রেফতার করেছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৫ ২৩:৩০
Share:

— প্রতীকী চিত্র।

প্রতারণার অভিযোগে সিআইডি-র হাতে গ্রেফতার হল পূর্ব বর্ধমানের জামালপুর সাব পোস্ট অফিসের প্রাক্তন পোস্টমাস্টার। ধৃতের নাম বিদ্যুৎ সুর। জেলার মাধবডিহি থানার বুলচন্দ্রপুর গ্রামে বাড়ি। সিআইডি অফিসারদের একটি দল রবিবার দুপুরে বাড়ি থেকে বিদ্যুৎকে গ্রেফতার করে নিয়ে কলকাতার ভবানী ভবনের উদ্দেশে রওনা দেয়। সোমবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হবে বলে সিআইডি সূত্রে জানা গিয়েছে।

Advertisement

আমানতকারীর লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগের তদন্তে নেমে ১২ দিন আগে সিআইডি বিদ্যুতের সহযোগী পোস্টাল এজেন্ট হৃদয়রঞ্জন মাইতিকে গ্রেফতার করেছিল।

জামালপুর সাব-পোস্ট অফিসে সঞ্চয়েয় টাকা গচ্ছিত রেখে প্রতারিত হওয়া পরিবারটি জামালপুর হটতলা এলাকার বাসিন্দা। পরিবারের সদস্য সুরজিৎ পাল জানিয়েছেন, তাঁদের পরিবারের সকলেই পরিশ্রম করে রোজগার করা অর্থ থেকে কিছু কিছু করে জমিয়ে রাখতেন। জমানো অর্থ জামালপুর সাব-পোস্ট অফিসে গচ্ছিত রাখার জন্য তিনি এবং তাঁর বাবা, মা,দিদি ও জামাইবাবু আলাদা আলাদা অ্যাকাউন্ট খোলেন। ২০২১ সালে ১ বছরের স্থায়ী আমানত স্কিমে তাঁরা নিজের নিজের অর্থ অ্যাকাউন্টে জমা করেন। তাঁদের সকলের মিলিয়ে জমা করা টাকার পরিমাণ ১২ লক্ষ ২০ হাজার টাকা। তদানীন্তন জামালপুর সাব পোস্ট অফিসের পোস্টমাস্টার বিদ্যুৎ ওই টাকা গ্রহণ করে নিয়ে তাঁদের সকলকে অ্যাকাউন্ট বই দিয়েছিলেন বলে সুরজিৎ জানিয়েছেন।

Advertisement

স্থায়ী আমানতের মেয়াদ এক বছর উত্তীর্ণ হওয়ার আগেই কঠিন রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সুরজিৎতের মা রাধারানি দেবী। তাঁকে চিকিৎসার জন্য কলকাতা-সহ ভিন্‌রাজ্যের হাসপাতালে নিয়ে যেতে হয়। তখন টাকার খুব প্রয়োজন হয়ে পড়লে পাল পরিবারের সদস্যেরা স্থায়ী ভাঙিয়ে টাকা তুলে নেওয়ায় জন্য জামালপুর সাব পোস্ট অফিসে যান। তখনই পোস্টমাস্টারের কথা শুনে তাঁদের মাথায় হাত পড়ে।

সুরজিৎ বলেন, ‘‘ওই দিন শুধু দুর্ব্যবহার করাই নয়, বিদ্যুৎ সুর আঙুল উঁচিয়ে আমাদের বলে দেন, “আমরা নাকি কোনও টাকা পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট’ই করিনি।’’ ‘যা করতে পারিস করে নে’ জাতীয় মন্তব্য করে বিদ্যুৎ তাঁদের পোস্ট অফিস থেকে তাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement