Attempt To Suicide Case

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা! প্রৌঢ়ার প্রাণ বাঁচালেন চার যুবক

স্বামী ও দুই পুত্রবধূর নির্যাতনের কারণে মানসিক অবসাদগ্রস্ত হয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিলেন প্রৌঢ়া। কার্যত চলন্ত ট্রেনের মুখ থেকে তাঁকে উদ্ধার করে প্রাণ বাঁচালেন পূর্ব বর্ধমানের ভাতার গ্রামের চার যুবক।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুন ২০২৫ ২৩:২৯
Share:

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হওয়ার সময় এক প্রৌঢ়ার প্রাণ বাঁচালেন চার যুবক। —নিজস্ব চিত্র।

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হওয়ার সময় এক প্রৌঢ়ার প্রাণ বাঁচালেন চার যুবক।

Advertisement

স্বামী ও দুই পুত্রবধূর নির্যাতনের কারণে মানসিক অবসাদগ্রস্ত হয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিলেন প্রৌঢ়া। কার্যত চলন্ত ট্রেনের মুখ থেকে তাঁকে উদ্ধার করে প্রাণ বাঁচালেন পূর্ব বর্ধমানের ভাতার গ্রামের চার যুবক। শনিবার দুপুর আড়াইটে নাগাদ বর্ধমান কাটোয়া রেলপথে ভাতার স্টেশনে এই ঘটনা ঘটে। পঞ্চাশোর্ধ ওই মহিলাকে উদ্ধার করে ভাতার থানার পুলিশের হাতে তুলে দেন ওই চার যুবক। তাঁদের এই কৃতিত্বের প্রসংশা করেছেন স্থানীয়েরা।

ভাতার গ্রামের বাসিন্দা টিকলু প্রামাণিক, রাজকুমার বাউড়ি, অনুপ সর্দার এবং অনুপের আত্মীয় পানাগরের বাসিন্দা সঞ্জয় সর্দার শনিবার নিজেদের কাজে ভাতার রেলস্টেশনে গিয়েছিলেন। কাজ শেষে স্টেশনে দাঁড়িয়ে চা পান করছিলেন। তখন বর্ধমান থেকে কাটোয়ার দিকে যাচ্ছিল দুপুরের ট্রেনটি। ভাতার স্টেশন থেকে আড়াইটে নাগাদ ট্রেনটি ছাড়ার পরেই চার যুবক দেখতে পান ওই মহিলাকে উদ্‌ভ্রান্ত হয়ে কিছু করার চেষ্টা করছেন। রাজকুমার বলেন, ‘‘আমরা মহিলার পাশেই ছিলাম। ট্রেনের ইঞ্জিন ও একটি বগি পার হতেই মহিলা ঝাঁপ দিতে যান। তখনই ধরে ফেলি।’’

Advertisement

মহিলার বাড়ি ভাতারের কাপশোর গ্রামে। দু’সপ্তাহ আগে তাঁর হৃদপিণ্ডের অপারেশন হয়েছিল। মহিলার অভিযোগ, স্বামী ও দুই পুত্রবধূ তাঁকে নির্যাতন করে আসছেন। শনিবার সকালেও মারধর করেছেন। আর মার খাওয়ার পর কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেড়িয়ে এসে ভাতার স্টেশনে পৌঁছোন। ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার পরিকল্পনা ছিল। মহিলাকে পুলিশের কাছে পৌছে দেন ওই চার যুবক। পুলিশ তাঁকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করছে বলে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement