Harassment

বর্ধমান ডেন্টালে মহিলা ইন্টার্নকে শ্লীলতাহানির অভিযোগ! কলেজেরই চিকিৎসক অভিযুক্ত

ওই মহিলা ইন্টার্নের অভিযোগ, বেশ কয়েক মাস ধরেই বিভিন্ন অছিলায় ওই ডেন্টাল কলেজের এক সিনিয়র চিকিৎসক তথা ক্লিনিক্যাল টিউটর তাঁর শরীর স্পর্শ করেন। একই সঙ্গে দিতেন কুপ্রস্তাবও।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:৩৪
Share:

মহিলা ইন্টার্নের অভিযোগ, গত তিন দিন ধরে হুমকির মাত্রা আরও বৃদ্ধি পায়। —নিজস্ব চিত্র।

বর্ধমান মেডিক্যাল কলেজে ‘থ্রেট কালচার’ নিয়ে চাপানউতর নিয়ে অশান্তি চলছিল। সেই আবহে এ বার উত্তেজনা ছড়াল বর্ধমান ডেন্টাল কলেজে। সেখানে এক মহিলা ইন্টার্নের শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। অভিযুক্ত ওই কলেজেরই এক সিনিয়র চিকিৎসক। বিষয়টি নিয়ে ‘নির্যাতিতা’ ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বর্ধমান থানা।

Advertisement

ওই মহিলা ইন্টার্নের অভিযোগ, বেশ কয়েক মাস ধরেই বিভিন্ন অছিলায় ওই ডেন্টাল কলেজের এক সিনিয়র চিকিৎসক তথা ক্লিনিক্যাল টিউটর তাঁর শরীর স্পর্শ করেন। একই সঙ্গে দিতেন কুপ্রস্তাবও। এই নিয়ে প্রতিবাদ করায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দিতেন অভিযুক্ত। মহিলা ইন্টার্নের আরও অভিযোগ, গত তিন দিন ধরে সেই হুমকির মাত্রা আরও বৃদ্ধি পায়। এর পর তিনি কলেজের অধ্যক্ষকে বিষয়টি জানান। একই সঙ্গে পুলিশেরও দ্বারস্থ হন। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন ওই সিনিয়র চিকিৎসক।

এই বিষয়ে কলেজের অধ্যক্ষ জহর রায়ের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘‘কলেজের তরফে সমস্ত দিকই খতিয়ে দেখা হচ্ছে।’’ এর বেশি তিনি কোনও মন্তব্য করতে চাননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement