স্কুলের তথ্য মিলবে হাতে, অ্যাপ তৈরি দুই যুবকের

ক্লাসে সন্তান কী রকম পড়াশোনা করছে, স্কুলে দুষ্টুমি করছে কি না— এমনই বহু বিষয় নিয়ে প্রায়শই স্কুলে শিক্ষকদের কাছে হত্যে দিতে দেখা যায় অভিভাবকদের।

Advertisement

বিপ্লব ভট্টাচার্য

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৭ ০২:০৫
Share:

ক্লাসে সন্তান কী রকম পড়াশোনা করছে, স্কুলে দুষ্টুমি করছে কি না— এমনই বহু বিষয় নিয়ে প্রায়শই স্কুলে শিক্ষকদের কাছে হত্যে দিতে দেখা যায় অভিভাবকদের। এ বার এই সব তথ্যই ঘরে বসেই মিলবে ‘গো গিডস্’ অ্যাপের মাধ্যমে। কাঁকসার পানাগড় বাজারের বাসিন্দা সৌরভ দাস ও রণজয় চক্রবর্তীর তৈরি এই অ্যাপ থেকে ছেলেমেয়ের স্কুল সংক্রান্ত যাবতীয় বিষয় জানা যাবে বলে দাবি করা হয়েছে।

Advertisement

এই অ্যাপটি থেকে স্কুলের বেতন, সন্তানের ক্লাসে উপস্থিতি-পড়াশোনা, ক্লাসে কী পড়ানো হচ্ছে, যে শিক্ষক ক্লাসে পড়াচ্ছেন তাঁর শিক্ষাগত যোগ্যতা, নতুন ক্লাসে ভর্তি প্রভৃতি বিষয়ে তথ্য মিলবে। তা ছাড়া স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রেও অ্যাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে দাবি সৌরভদের।

কী ভাবে কাজ করবে অ্যাপটি? সৌরভ ও রণজয় জানান, অ্যাপটি প্রথমে স্কুলকে নিতে হবে। তার পরে পড়ুয়াদের নাম দিয়ে অ্যাকাউন্ট খোলা হবে। স্কুলের তরফে এক জন থাকবেন, যিনি নিয়মিত ভাবে অ্যাপের মাধ্যমে তথ্য ‘আপডেট’ করবেন। অ্যাপটি আপাতত ‘গুগল প্লে স্টোরে’ মিলছে। তবে এই অ্যাপ ব্যবহার করতে গেলে পড়ুয়া পিছু বার্ষিক তিন থেকে চারশো টাকা করে লাগবে বলে জানান রণজয়।

Advertisement

সৌরভ ও রণজয় দু’জনেই ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। তার পরে এমন অ্যাপ তৈরির ভাবনা কী ভাবে এল? দু’জনেই জানান, প্রথাগত পড়াশোনা শেষ করার পরেই তাঁরা ভাবেন, এমন কিছু করবেন যা পড়ুয়াদের কাজে লাগে। তবে এ ধরনের অ্যাপ রাজ্যের বেশ কয়েকটি স্কুলে থাকলেও জেলায় বিষয়টি তেমন প্রচলিত নয় বলে দু’জনের দাবি।

অ্যাপটির বিষয়ে ইতিমধ্যেই দু’জনে কলকাতা, দুর্গাপুর, বর্ধমান, আসানসোল ও কুলটির বেশ কয়েকটি স্কুলে প্রাথমিক কথাও বলেছেন। তাঁদের দাবি, অ্যাপটি নিয়ে অনেকেই আগ্রহ দেখিয়েছেন। বিধাননগরের এক অভিভাবক তাপস দত্ত বলেন, ‘‘এমন অ্যাপ ব্যবহার করলে তো ভালই। ছেলেমেয়েদের পড়াশোনার প্রতিও নজর রাখা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement