Boy Trapped in Box

টিনের বাক্স থেকে তৃতীয় শ্রেণির এক ছাত্রকে উদ্ধার করল কালনা থানার পুলিশ

বুধবার বিকালবেলায় টিউশন নিতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল সে। কিন্তু অনেক রাত হয়ে গেলেও ছেলে বাড়ি ফিরছে না দেখে চিন্তিত হয়ে পড়ে তার পরিবার।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ০৩:১০
Share:

এই বাক্সটি থেকে উদ্ধার করা হয় নাবালককে। নিজস্ব চিত্র ।

একটি গুদামের টিনের বাক্স থেকে সংজ্ঞাহীন অবস্থায় এক নাবালককে উদ্ধার করল কালনা থানার পুলিশ। পূর্ব বর্ধমানের কালনা-২ ব্লকের ঘটনা। কুলেপারা রাজগঙ্গা প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণির ছাত্র আর্য সাঁতরা আগের দিন রাত থেকে নিখোঁজ ছিল। তাকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়।

Advertisement

সূত্রের খবর, বুধবার বিকালবেলায় টিউশন নিতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল সে। কিন্তু অনেক রাত হয়ে গেলেও ছেলে বাড়ি ফিরছে না দেখে চিন্তিত হয়ে পড়ে তার পরিবার। প্রাইভেট শিক্ষকের সঙ্গে ফোনে যোগাযোগ করে জানতে পারা যায় যে, আর্য সে দিন পড়তে আসেনি। অনেক খোঁজাখুজির পর ছেলের কোনও খোঁজ না পেয়ে অবশেষে কালনা থানার দ্বারস্থ হন পরিবারের সদস্যরা।

পুলিশ সারারাত সন্ধান চালানোর পর, পরের দিন ভোর বেলায় নিখোঁজ বালকের পিতা যিশু সাঁতরার ফলের গোডাউনের একটি টিনের বাক্স থেকে সংজ্ঞাহীন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। যিশু জানান, তার ছেলেকে বাঁশতলার পাশ দিয়ে পড়তে যেতে হয়, সেদিন কোনও কারণে ভয় পেয়েছিল বলে সে এই টিনের বাক্সে গিয়ে লুকিয়ে পড়েছিল।

Advertisement

বর্তমানে কালনা মহকুমা হাসপাতালে আর্যর চিকিৎসা চলছে। সে সুস্থ হলে পরে তার প্রতিক্রিয়া সংগ্রহ করা হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement