Unnatural Death

অপহৃতার ঝুলন্ত দেহ উদ্ধার পূর্ব বর্ধমানে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাস দু’য়েক আগে কিশোরীর সঙ্গে বিজয়ের ভাব-ভালেবাসার সম্পর্ক গড়ে উঠেছিল। তাকে অপহরণ করে নিয়ে পালান বিজয়। বিভিন্ন জায়গায় খোঁজখবর করেও কিশোরীর হদিস পাননি পরিবারের লোকজন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুলাই ২০২৫ ২২:২৬
Share:

— প্রতীকী চিত্র।

অপহৃতার ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার ঘটনায় এক যুবককে গ্রেফতার করল পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার পুলিশ। ধৃতের নাম বিজয় বাউড়ি। হুগলির জাঙ্গিপাড়া থানার চাঁদপুরে তাঁর বাড়ি। শনিবার সন্ধ্যায় মাধবডিহি থানার ছোটবৈনান মোড় থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতকে রবিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে সোমবার ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম। মাধবডিহি থানা এলাকায় মৃতার বাড়ি।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাস দু’য়েক আগে কিশোরীর সঙ্গে বিজয়ের ভাব-ভালেবাসার সম্পর্ক গড়ে উঠেছিল। তাকে অপহরণ করে নিয়ে পালান বিজয়। বিভিন্ন জায়গায় খোঁজখবর করেও কিশোরীর হদিস পাননি পরিবারের লোকজন। লোকলজ্জার ভয়ে পরিবারের লোকজন ঘটনার কথা কাউকে জানানওনি। বিজয় কিশোরীকে নিয়ে ছোটবৈনানে তাঁর কাকার বাড়িতে এসেছিলেন। শনিবার দুপুরে দু’জনের মধ্যে চরম অশান্তি হয়। তার পরেই কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার দিনই কিশোরীর পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে অপহরণ ও নাবালিকাকে আত্মহত্যায় প্ররোচনায় দেওয়ার ধারায় মামলা রুজু করেছে থানা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement