পাট-সামগ্রী তৈরির প্রশিক্ষণের আশ্বাস মন্ত্রীর

এ দিন অনুষ্ঠানের মঞ্চ থেকে ৪২ জন উপভোক্তাকে বিভিন্ন প্রকল্পে প্রায় ২৩ লক্ষ টাকা অনুদানের চেক দেওয়া হয়। মেলা চলবে রবিবার পর্যন্ত। অসংগঠিত শিল্পক্ষেত্রে শ্রমিকেরা কী ধরনের সরকারি সুযোগ-সুবিধা পেতে পারেন, তা মেলায় এসে তাঁরা বিশদে জানতে পারবেন বলে শ্রম দফতরের আধিকারিকেরা জানান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৯ ০১:১০
Share:

আসানসোলে শ্রমিক মেলায়। শনিবার। নিজস্ব চিত্র

শ্রমিক ও তাঁদের পরিবারের জন্য নানা প্রকল্প আনা হয়েছে। সে সবের সুবিধা নেওয়ার জন্য যত দ্রুত সম্ভব শ্রম দফতরে নাম নথিভুক্ত করার পরামর্শ দিলেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। শনিবার আসানসোলে দু’দিনের জেলা শ্রমিক মেলা শুরু হল। উদ্বোধন করেন আসানসোল উত্তরের বিধায়ক মলয়বাবু। ছিলেন রাজ্যের আরও দুই মন্ত্রী নির্মল মাজি ও শ্যামল সাঁতরা এবং শ্রম দফতরের আধিকারিকেরা।

Advertisement

এ দিন অনুষ্ঠানের মঞ্চ থেকে ৪২ জন উপভোক্তাকে বিভিন্ন প্রকল্পে প্রায় ২৩ লক্ষ টাকা অনুদানের চেক দেওয়া হয়। মেলা চলবে রবিবার পর্যন্ত। অসংগঠিত শিল্পক্ষেত্রে শ্রমিকেরা কী ধরনের সরকারি সুযোগ-সুবিধা পেতে পারেন, তা মেলায় এসে তাঁরা বিশদে জানতে পারবেন বলে শ্রম দফতরের আধিকারিকেরা জানান।

এ দিন অনুষ্ঠানে শ্রমমন্ত্রী জানান, এখনও পর্যন্ত গত সাত বছরে রাজ্য সরকার অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের বিভিন্ন প্রকল্পের সুবিধা বাবদ ১৩০০ কোটি টাকা অনুদান দিয়েছে। আগে রাজ্যের কোনও সরকার তা দিতে পারেনি বলে তাঁর দাবি। তিনি আরও জানান, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকেরা ছেলেমেয়েদের উচ্চশিক্ষার জন্য সর্বোচ্চ ৩০ হাজার টাকা অনুদান পেতে পারেন। সে জন্য শ্রমিকদের শ্রম দফতরে নিজেদের নাম নথিভুক্ত করতে হচ্ছে। এই প্রকল্পের সুযোগ নেওয়ার জন্য নাম নথিভুক্ত করার আহ্বান জানান মন্ত্রী।

Advertisement

শ্রম দফতর সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি রাজ্যের উদ্যোগে পাটজাত সামগ্রী তৈরির জন্য বেকার যুবক-যুবতীদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এ দিন মলয়বাবু বলেন, ‘‘যে সব এলাকায় পাট উৎপাদন হয়, আমরা প্রথমে সে সব জায়গায় পাটজাত সামগ্রী তৈরির প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। ভবিষ্যতে পশ্চিম বর্ধমান জেলাতেও এই প্রশিক্ষণ চালু করা হবে।’’ মন্ত্রী জানান, শ্রম দফতরের উদ্যোগে প্রাথমিক ভাবে রাজ্য জুড়ে এই রকম দশটি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়েছে। প্রত্যেক কেন্দ্রে এক-এক দফায় ৮০ জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্তেরা বিভিন্ন জুটমিলে চাকরি পাচ্ছেন বা স্বনির্ভর প্রকল্প করছেন বলে দাবি করেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement