বিয়েবাড়িতে কেন গুলি, ধন্দে পড়শিরা

স্থানীয় যুবক সাগর বাউরির বউভাতের অনুষ্ঠান ছিল শনিবার রাতে। সেখানে নাচগানের আসরে অলোক সাই নামে এক যুবক গুলি চালায় বলে অভিযোগ। নিহত হন সাগরের পিসি, সাঁকতোড়িয়ার বাসিন্দা অনিতা বাউরি। সাগরের ভাই কিসান ও এক কিশোরী গুলিবিদ্ধ হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৭ ০৩:০৮
Share:

থমথমে বিয়েবাড়ি। নিজস্ব চিত্র

পাড়ায় বাস গোটা কুড়ি পরিবারের। নিমন্ত্রণ ছিল প্রায় সকলেরই। রাতে খাওয়াদাওয়ার পরে সবাই মিলে নাচগানে সামিল হয়েছিলেন। কিন্তু সেখানে এমন অভিজ্ঞতা হবে, দুঃস্বপ্নেও ভাবেননি কেউ। রবিবার সারা দিনও ঘোর কাটেনি আসানসোলের কাকরসোলের বাউরিপাড়ার বাসিন্দাদের।

Advertisement

স্থানীয় যুবক সাগর বাউরির বউভাতের অনুষ্ঠান ছিল শনিবার রাতে। সেখানে নাচগানের আসরে অলোক সাই নামে এক যুবক গুলি চালায় বলে অভিযোগ। নিহত হন সাগরের পিসি, সাঁকতোড়িয়ার বাসিন্দা অনিতা বাউরি। সাগরের ভাই কিসান ও এক কিশোরী গুলিবিদ্ধ হয়। তাঁদের আসানসোল হাসপাতালে পাঠানো হয়। কিসানকে পরে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

রাতেই ঘটনাস্থলে যান ভারপ্রাপ্ত এসিপি (সেন্ট্রাল) অজয় চট্টোপাধ্যায়, ভারপ্রাপ্ত এডিসিপি (সেন্ট্রাল) জয় টুডু। পুলিশ জানায়, প্রতিবেশীদের অনেকে জানিয়েছেন, অলোকের দাদা রাজু সাইয়ের মোবাইলের টাওয়ার দেখাশোনার ব্যবসায় কাজ করেন কিসান। সেখানে কাজ করে অলোকও। এলাকাবাসীর একাংশের দাবি, ভাল কাজ করার কারণে রাজু কিসানকে পছন্দ করেন। কিন্তু দাদার সঙ্গে কিসানের ঘনিষ্ঠতা অলোক খুব একটা ভাল চোখে দেখত না। বিয়েবাড়িতে গিয়ে গুলি চালানোর পিছনে সেই রাগও কারণ হতে পারে বলে অনেকের ধারণা। অলোক মদ্যপ অবস্থায় ছিলেন বলেও পুলিশের কাছে দাবি করেছেন অনেকে।

Advertisement

যদিও ঘটনার পরে এলাকার মানুষজন মুখে কুলুপ এঁটেছেন। পাড়ার এক যুবক দাবি করেন, ‘‘ধেমোমেনের শুঁড়িপাড়ার অলোক এলাকায় রগচটা বলে পরিচিত। তাছাড়া এলাকার কিছু দাগি দুষ্কৃতীর সঙ্গেও ওর যোগাযোগ আছে। তাই ভয়ে কেউ কোনও কথা বলতে চাইছেন না।’’ কী কারণে সে অনুষ্ঠান বাড়িতে গুলি চালাল, অলোককে জেরা করে এখনও জবাব মেলেনি বলে রবিবার জানিয়েছে পুলিশ। ভারপ্রাপ্ত এসিপি (সেন্ট্রাল) অজয় চট্টোপাধ্যায় বলেন, ‘‘গুলি চালানোর কথা স্বীকার করেছে। কেন গুলি চালিয়েছে, জানার চেষ্টা চলছে।’’

রবিবার সকালে আসানসোল জেলা হাসপাতালে নিহত অনিতাদেবীর দেহের ময়না-তদন্ত হয়েছে। চিকিৎসকেরা জানান, গুলি দেহ ফুঁড়ে বেরিয়ে গিয়েছে। গুলি করার ধরন দেখে চিকিৎসকদের অনুমান, পরিকল্পনা করেই গুলি করা হয়েছে। অনিতাদেবীর স্বামী অপু বাউরি বলেন, ‘‘আমাদের খাওয়া হয়ে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যে চলে যেতাম। স্ত্রীকে অপেক্ষা করতে বলে একটু বাইরে যাই। তখনই এমনটা ঘটে গেল!’’ গোটা ঘটনার পরে বিয়েবাড়ির অবস্থায় লণ্ডভণ্ড। প্রতিবেশী আকাশ বাউরি বলেন, ‘‘কিসান ভাল ছেলে। পাড়ার সকলেই ওকে খুব পছন্দ করে। এমন সঙ্কটে পাড়ায় সকলেই শোকস্তব্ধ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন