মেয়েকে খুনে যাবজ্জীবন

শিশুকন্যাকে খুনের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। বুধবার আসানসোল আদালতের অতিরিক্ত দায়রা বিচারক (১) মুকুলকুমার কুণ্ডু এই সাজা শোনান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৫ ০১:০৯
Share:

শিশুকন্যাকে খুনের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। বুধবার আসানসোল আদালতের অতিরিক্ত দায়রা বিচারক (১) মুকুলকুমার কুণ্ডু এই সাজা শোনান। জেলের পাশাপাশি সাজাপ্রাপ্তকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দু’বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। আদালতের সরকার পক্ষের প্রধান আইনজীবী স্বরাজ চট্টোপাধ্যায় জানান, সাদিকুল শেখ নামে ওই ব্যক্তি ২০১২ সালের ২১ অক্টোবর নিজের তিন বছরের মেয়েকে শ্বাসরোধ করে খুন করে। রানিগঞ্জ থানায় তার বিরুদ্ধে খুনের অভিযোগ করেন তার স্ত্রী বেবি বিবি। মঙ্গলবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিল আদালত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement