খুনে যাবজ্জীবন

খুনের মামলায় সাজা হল তিন জনের। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে বিচারক শুভজিৎ বসুর এজলাসে অভিযুক্তদের এক জনের যাবজ্জীবন ও বাকি দু’জনের সাত বছরের জেল হয়। আইনজীবীরা জানান, ১৯৯৯ সালে কাটোয়া ন্যাশনাল পাড়ায় নিকাশি কেন্দ্র করে বিবাদে অভিযুক্ত মফিজুল হক, চন্দন পাল ও যোগমায়া পাল অনিল হাজরা নামে এক জনকে রড দিয়ে মারধর করেন। মারা যান অনিলবাবু। মৃতের ভাই তিন জনের নামেঅভিযোগ করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০১৫ ০১:৪৬
Share:

খুনের মামলায় সাজা হল তিন জনের। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে বিচারক শুভজিৎ বসুর এজলাসে অভিযুক্তদের এক জনের যাবজ্জীবন ও বাকি দু’জনের সাত বছরের জেল হয়। আইনজীবীরা জানান, ১৯৯৯ সালে কাটোয়া ন্যাশনাল পাড়ায় নিকাশি কেন্দ্র করে বিবাদে অভিযুক্ত মফিজুল হক, চন্দন পাল ও যোগমায়া পাল অনিল হাজরা নামে এক জনকে রড দিয়ে মারধর করেন। মারা যান অনিলবাবু। মৃতের ভাই তিন জনের নামেঅভিযোগ করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement