সন্তান খুনে যাবজ্জীবন

সন্তানকে খুনের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আসানসোল আদালত। বৃহস্পতিবার আদালতের অতিরিক্ত দায়রা বিচারক (২) সুনির্মল দত্ত এই সাজা শোনান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৬ ০১:৫১
Share:

সন্তানকে খুনের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আসানসোল আদালত। বৃহস্পতিবার আদালতের অতিরিক্ত দায়রা বিচারক (২) সুনির্মল দত্ত এই সাজা শোনান।

Advertisement

জামুড়িয়া থানায় খুনের অভিযোগটি দায়ের হয়েছিল ২০১২ সালের ৩০ অক্টোবর। সরস্বতী কোড়া অভিযোগে করেছিলেন, সে দিন সকালে তাঁর স্বামী পূরণ কোড়া প্রথমে তাঁর কাছে মদ খাওয়ার জন্য টাকা চায়। তা না পেয়ে সে শ্বশুরের কাছে টাকা চায়। কিন্তু সেখানেও প্রত্যাখ্যাত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। দুপুর ১২টা নাগাদ আবার বাড়ি ফেরে। তখন ঘরে ঘুমোচ্ছিল ওই দম্পতির দু’বছরের ছেলে অরণ্য। বাড়ির উঠোনে কাজে ব্যস্ত ছিলেন সরস্বতী। পূরণ ঘুমন্ত শিশুকে পাশের একটি খড়ের গাদায় নিয়ে যায়। সেখানেই ধারাল অস্ত্র দিয়ে খুন করে। সরস্বতী পুলিশকে জানিয়েছিলেন, রক্তমাখা অবস্থায় স্বামীকে পালিয়ে যেতে দেখে তাঁর সন্দেহ হয়। তিনি খড়ের গাদায় গিয়ে সন্তানের ওই অবস্থা দেখে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। সে রাতেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

মামলার সরকার পক্ষের আইনজীবী অভিজিৎ মুখোপাধ্যায় বৃহস্পতিবার জানান, গ্রেফতার হওয়ার পর থেকেই অভিযুক্ত জেলে ছিল। শুনানিতে মোট ১৩ জন সাক্ষীকে হাজির করানো হয়। বুধবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিলেন বিচারক। এ দিন আদালতে এসেছিলেন সরস্বতী। সাজা শোনার অপেক্ষায় আদালতের দরজায় দাঁড়িয়েছিলেন তিনি। যাবজ্জীবন ছাড়াও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছ’মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক। রায় শোনার পরেই চোখের জল মুছতে দেখা যায় সরস্বতীকে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন