Officer in Charge

ওসি তৃণমূলের অনুষ্ঠান-মঞ্চে, বিতর্ক ভাতারে

সরকারি এক অফিসার কী ভাবে রাজনৈতিক উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে হাজির থাকতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ভাতার শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২০ ০৫:০৭
Share:

মঞ্চে ওসি-র (চিহ্নিত) এই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

তৃণমূলের উদ্যোগে আয়োজিত ‘পুরোহিত সমাবর্তন’ অনুষ্ঠানের মঞ্চে হাজির থেকে বিতর্কে জড়ালেন ভাতার থানার ওসি। শনিবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবিতে (সত্যতা যাচাই করেনি আনন্দবাজার) দেখা যায়, জেলা পরিষদের সভানেত্রী শম্পা ধাড়ার পাশেই বসে রয়েছেন ওসি (ভাতার) প্রণব বন্দ্যোপাধায়। এই ছবি ছড়িয়ে পড়তেই শাসক দলের সঙ্গে পুলিশের সম্পর্ক নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা। চর্চা হচ্ছে পুলিশ মহলের একাংশেও।

Advertisement

সরকারি এক অফিসার কী ভাবে রাজনৈতিক উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে হাজির থাকতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। যদিও ওসি-র দাবি, ‘‘মঞ্চ ঠিক আছে কি না, তা দেখার জন্য মন্ত্রী ডেকেছিলেন। নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে সেখানে গিয়েছিলাম।’’ একই দাবি রাজ্যের মন্ত্রী তথা জেলা তৃণমূল সভাপতি স্বপন দেবনাথেরও। জেলা পুলিশের এক কর্তা বলেন, ‘‘প্রকৃত ঘটনা খোঁজ নিয়ে দেখা হবে।’’

শনিবার সকালে ভাতারের নিত্যানন্দপুর খেলার মাঠে তৃণমূল ও যুব তৃণমূলের উদ্যোগে ওই অনুষ্ঠান শুরু হয়। প্রায় ৫০০ পুরোহিত যোগ দেন বলে তৃণমূল সূত্রের দাবি। দুপুরে সেখানে পৌঁছন রাজ্যের মন্ত্রী তথা জেলা সভাপতি স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভানেত্রী শম্পা ধাড়া ও জেলা তৃণমূলের অন্যতম কো-অর্ডিনেটর উজ্জ্বল প্রামাণিক। স্থানীয় সূত্রের দাবি, তাঁদের সংবর্ধিত করার সময়েই দেখা যায়, মঞ্চে ওসি বসে রয়েছেন। তাঁর জামায় একটি ‘ব্যাজ’ আঁটা রয়েছে। পাশে বসে রয়েছেন শম্পা ধাড়া, স্বপন দেবনাথেরা। অনুষ্ঠানের উদ্যোক্তা তথা ভাতারের তৃণমূল বিধায়ক সুভাষ মণ্ডলের দাবি, ‘‘আমি মঞ্চের কাছে ছিলাম না। তাই এ নিয়ে কোনও কথা বলব না।’’

Advertisement

মঞ্চের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিরোধীরা সরব হয়। ভাতারের সিপিএম নেতা নজরুল হকের অভিযোগ, ‘‘প্রশাসনিক পদে থাকে এক অফিসার কী ভাবে রাজনৈতিক উদ্যোগে আয়োজিত সভার মঞ্চে গিয়ে বসতে পারেন, বুঝতে পারছি না! তৃণমূল ও প্রশাসনের দৈন্য ফুটে উঠছে।’’ বিজেপির মণ্ডল সভাপতি রাজকুমার হাজরাও দাবি করেন, ‘‘দল ও প্রশাসন যে একাকার, তা তৃণমূল প্রমাণ করে দিল।’’

জেলা তৃণমূল সভাপতি স্বপনবাবুর অবশ্য দাবি, ‘‘মঞ্চ কেঁপে ওঠার সমস্যা হচ্ছিল। সে জন্য ওসিকে ডেকে পাঠিয়েছিলাম। তিনি মঞ্চ পরীক্ষা করে চলে গিয়েছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন