Bhatar

পানীয় জলের দাবিতে অবরোধ

অবরোধকারীদের দাবি, কাঁটাগড় এলাকায় পঞ্চান্ন ঘর বাসিন্দা রয়েছে। পাইপের মাধ্যমে যে পানীয় জল পাওয়া যেত, প্রায় এক মাস ধরে তা বন্ধ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ভাতার শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৩ ০৯:৪৩
Share:

চলছে বিক্ষোভ। নিজস্ব চিত্র

পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ হয়ে গেল ভাতারের সাহেবগঞ্জে। বৃহস্পতিবার অবিলম্বে জলের ব্যবস্থা করার দাবিতে সাহেবগঞ্জ কাঁটাগড়ে দেবপুর-কামারপাড়া রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। প্ল্যাকার্ড নিয়ে হাজির হন এলাকার মহিলা, কচিকাঁচারাও। কিছুক্ষণ অবরোধের পরে পুলিশ ও এলাকার জনপ্রতিনিধিরা দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ ওঠে।

Advertisement

অবরোধকারীদের দাবি, কাঁটাগড় এলাকায় পঞ্চান্ন ঘর বাসিন্দা রয়েছে। পাইপের মাধ্যমে যে পানীয় জল পাওয়া যেত, প্রায় এক মাস ধরে তা বন্ধ। ফলে জলকষ্টে রয়েছেন তাঁরা। এলাকার পানীয় জলের নলকূপটিও অনেক দিন ধরে ভাঙা। এক কিলোমিটার দূরে বোরো চাষের সাবমার্সিবল পাম্প থেকে পানীয় জল আনতে হচ্ছে তাঁদের। বিষয়টি নিয়ে পঞ্চায়েত প্রতিনিধিদের জানানো হলেও কোনও ব্যবস্থা হয়নি বলে অভিযোগ।

অবরোধকে নৈতিক ভাবে সমর্থন জানিয়েছেন কৃষকসভার ভাতার ২ ব্লক কমিটির সম্পাদক তারাপদ ঘোষ। তাঁর দাবি, গত বছর দশেক ধরে জলকষ্ট রয়েছে ওই এলাকার মানুষজন। বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ থাকলেও ঠিক মতো জল আসে না। পানীয় জলের জন্য আন্দোলন ভাবা যায় না। যদিও জলকষ্টের কথা মানতে চাননি স্থানীয় বাসিন্দা, ভাতার পঞ্চায়েত সমিতির সদস্য তথা ব্লক তৃণমূল সভাপতি বাসুদেব যশ। তাঁর দাবি, এলাকায় জল সমস্যা মেটাতে ইতিপূর্বে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। পানীয় জলের সংযোগও দেওয়া হয়েছে। ওই এলাকায় রাস্তার উপরে দুটি পুরনো সেতু ভেঙে নতুন সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে। সেই কারণে কিছু পাইপ ভেঙে যাওয়ায় সমস্যা তৈরি হয়েছে। কাছাকাছি একটি সাবমার্সিবল পাম্পের মালিকের সঙ্গে কথা বলে আপৎকালীন ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্রুত পাইপগুলি মেরামত করে জলের জোগান স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট দফতরের সঙ্গে কথা বলা হয়েছে। বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন ভাতারের বিডিও অরুণকুমার বিশ্বাস।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন