বুথে বাহিনী ঢুকলে অভিযোগের নিদান কেষ্টর

সেন্ট্রাল ফোর্সকে আমি স্যালুট করি। কিন্তু বুথের ভেতরে যেন না থাকে। বুথের বাইরে থাকার তাদের অধিকার আছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৯ ০১:৪১
Share:

বুথের ভিতরে কেন্দ্রীয় বাহিনী ঢুকলে এফআইআর করার নিদান দিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি কথা পূর্ব বর্ধমানের কেতুগ্রাম, মঙ্গলকোট ও আউশগ্রামের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল। আগের দিনই সিউড়ির সভায় দলনেত্রী ‘বাঘের বাচ্চা’র মতো লড়াই করার কথা বলে গিয়েছিলেন কেষ্টকে (অনুব্রতর ডাক নাম)। বিরোধীদের অভিযোগ, দলনেত্রীর অনুমতি পেয়ে এ বার কোনও নিয়মই মানবেন না ওই নেতা। রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশনও।

Advertisement

শুক্রবার মঙ্গলকোটের নিগনে বোলপুরের প্রার্থী অসিত মালের সমর্থনে জনসভায় অনুব্রত বলেন, ‘‘সেন্ট্রাল ফোর্সকে আমি স্যালুট করি। কিন্তু বুথের ভেতরে যেন না থাকে। বুথের বাইরে থাকার তাদের অধিকার আছে। একশোবার থাকবে। একশো কোম্পানি কেন, চারশো কোম্পানি থাকলেও কিছু যাবে আসবে না। আমার জিতব। তবে কেউ যদি ভাবে আমি অন্যায় করব, তাহলে একেবারেই ছাড়ব না।’’ এর সঙ্গেই তাঁর সংযোজন, ‘‘যদি বুথের ভেতরে থাকে কেন্দ্রীয় বাহিনী থাকে সঙ্গে সঙ্গে এফআইআর করবেন। আমি গোলকিপারে খেলতাম। গোল খাইনি। গোল কিভাবে আটকাতে হয় জানি।’’

অনুব্রতর দাবি, নদিয়ার দুটি ও বীরভূমের দুটি আসনে ইতিমধ্যেই জিতে গিয়েছেন তিনি। মার্জিন কত হবে, লড়াই সেটা নিয়ে। এ ছাড়াও নরেন্দ্র মোদীর বিদেশ সফর, নোটবন্দি নিয়ে কটাক্ষ করেন তিনি। অনুব্রত বলেন, ‘‘মোদী তুমি বড় বড় কথা বলছ, তোমার হিম্মত নাই। তুমি আর ফিরে আসবে না। তুমি ভারতের মানুষকে ঠকিয়েছ। ভারতের মানুষকে কাজ দাওনি, উন্নয়ন করনি। দেশে অন্ধকার এনেছ।’’

Advertisement

মঙ্গলকোটের বিজেপি নেতা বুদ্ধদেব মণ্ডলেরল দাবি, ‘‘বোলপুরে মোদিজীর সভায় জনপ্লাবন দেখে ভয় পেয়ে উনি এ সব বকছেন। ২৩ মে ভোটবাক্স খুললেই স্পষ্ট হয়ে যাবে যে মানুষ কাদের পাশে আছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement