‘সুবিধা’য় আবেদনে নিয়ম ভেঙে বাতিল সভা-মিছিল

রাজনৈতিক দলগুলির সচেতনতার অভাবেই এমন হচ্ছে বলে মনে করছে প্রশাসন। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাটোয়া শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৯ ০৯:৩২
Share:

প্রতীকী ছবি।

ভোটের প্রচারে সভা-মিছিলের অনুমতি নিতে ‘সুবিধা’ অ্যাপের বন্দোবস্ত করেছে নির্বাচন কমিশন। কিন্তু কখনও ভুল পদ্ধতিতে, আবার কখনও নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন না করায় অধিকাংশ আবেদনই নাকচ হয়ে যাচ্ছে বলে দাবি নানা দলের। রাজনৈতিক দলগুলির সচেতনতার অভাবেই এমন হচ্ছে বলে মনে করছে প্রশাসন।

Advertisement

ভোট ঘোষণা হওয়ার পর থেকে ‘সুবিধা’ অ্যাপে বিভিন্ন দিনে রাজনৈতিক মিছিল, সভা করার জন্য অনুমতি চেয়ে আবেদন আসতে শুরু করেছে। বুধবার দুপুর ১২টা পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী, কাটোয়া মহকুমায় ৯০টি আবেদন জমা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। তার মধ্যে কাটোয়া বিধানসভা এলাকার জন্য ৫৮টি, কেতুগ্রামের জন্য ১৩টি ও মঙ্গলকোটের জন্য ১৯টি আবেদন জমা পড়েছে। সেগুলির মধ্যে ৪০টি আবেদন গ্রাহ্য হয়েছে। বাতিল করা হয়েছে ১৯টি আবেদন। অমীমাংসীত রয়েছে ৩২টি।

১৯টি আবেদন বাদ পড়ার কারণ কী? মহকুমা প্রশাসন সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, মিছিল বা সভার ৪৮ থেকে ১২০ ঘণ্টা আগে আবেদন জমা দিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, আবেদন আসছে মিছিলের দিন বা তার ২৪ ঘণ্টা আগে। এর ফলে তা নাকচ হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, ঠিক পদ্ধতিতে আবেদন করছে না অনেক রাজনৈতিক দলই। যেমন মিছিল, পথসভা, জনসভা ইত্যাদি প্রতিটির ক্ষেত্রে আলাদা আবেদন করতে হবে। অনেকেই তেমনটা করছেন না। তৃতীয়ত, একই আবেদনে দু’জায়গায় দু’টি আলাদা তারিখ উল্লেখ করছেন কেউ-কেউ। সেক্ষেত্রেও আবেদন গ্রাহ্য করা যাচ্ছে না। চতুর্থত, ওই মিছিল বা সভায় খরচের হিসাব জমা দিতে হবে। অনেক সময়ে তা দিচ্ছে না দলগুলি।

Advertisement

রাজনৈতিক দলগুলির সূত্রে জানা যায়, এর আগে এই ধরনের কর্মসূচির জন্য পুলিশের মাধ্যমে প্রশাসনের কাছে আবেদন করতে হত। এ বছর প্রথম অ্যাপ মারফত আবেদন করতে হওয়ায় ভুলভ্রান্তি হচ্ছে বলে দাবি তাদের। কাটোয়ার তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য, ‘‘কতগুলি আবেদন গ্রাহ্য হয়নি ও কেন হয়নি, খোঁজ নেব। আবেদনের ফর্ম পূরণে কোনও ত্রুটি থাকলে তা সংশোধন করে নেওয়া হবে।’’ বিজেপি-র বর্ধমান পূর্বের সভাপতি কৃষ্ণ ঘোষ বলেন, ‘‘এখনও কাটোয়া বিধানসভা এলাকায় প্রচারের জন্য আবেদন করিনি। তবে আবেদনের সময়ে নিয়মে নজরে রাখতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন