বারাবনিতে এসে মোদীর বিরুদ্ধে সরব অভিষেক

নরেন্দ্র মোদীর যখন আসানসোলের পোলো গ্রাউন্ডে সভা করছেন, তখনই এলাকার অন্য প্রান্তে সভা করলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বারাবনি শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৯ ০২:১৫
Share:

বারাবনিতে তৃণমূলের প্রচার সভা। নিজস্ব চিত্র

নরেন্দ্র মোদীর যখন আসানসোলের পোলো গ্রাউন্ডে সভা করছেন, তখনই এলাকার অন্য প্রান্তে সভা করলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারের সেই সভা থেকে তিনি সরব হলেন বিজেপি এবং মোদীর বিরুদ্ধে।
এ দিন বারাবনির পানুড়িয়ায় আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেনের সমর্থনে সভা করেন অভিষেক। মুনমুন ছাড়াও সভায় ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পুরসভার মেয়র তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়, তৃণমূলের জেলা সভাপতি ভি শিবদাসন প্রমুখ।
সভার শুরু থেকেই মোদীর বিরুদ্ধে সুর চড়ান অভিষেক। তিনি বলেন, ‘‘আমাদের সভাস্থল থেকে কুড়ি কিলোমিটার দূরে সভা করছেন প্রধানমন্ত্রী। পাঁচ বছর পরে ফের তিনি ভোট চাইতে এসেছেন। গত পাঁচ বছরে ৫০ বার এলাকায় এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’’
এ ছাড়া বিজেপির বিরুদ্ধে ধর্ম নিয়ে রাজনীতি করারও অভিযোগ করেন তিনি। সেই সঙ্গে এ-ও অভিযোগ করেন, ‘‘আগে চোর, ডাকাতেরা ধরা পড়লে জেলে যেতেন। এখন বিজেপি-তে যাচ্ছেন।’’
বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়ের নির্বাচনী এজেন্ট তাপস রায় বলেন, ‘‘দেশের প্রতিটি কোণার কল্যাণে নজর আছে প্রধানমন্ত্রীর। আর ধর্ম নিয়ে রাজনীতি করার কথা তৃণমূলের মুখে মানায় না। আমরা সবার উন্নতির পক্ষে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন