দোলে বাতাসা বিলি করে প্রচার

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বসন্ত উৎসব উপলক্ষে কালনা শহরে হাজির ছিলেন জেলা তৃণমূলের সভাপতি তথা রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কালনা শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৯ ০০:০০
Share:

প্রতীকী ছবি।

নকুলদানা বিলি করে ভোট প্রচার শুরু করেছিলেন আউশগ্রামে মহিলা তৃণমূল নেতা, কর্মীরা। বৃহস্পতিবার, কালনা ও পূর্বস্থলীতে এলাকা ঘুরে, জল-বাতাসা খাইয়ে বসন্ত উৎসব পালন করলেন তাঁরা। যদিও বিজেপির দাবি, নির্বাচন বিধি চালু হয়ে যাওয়ার পরে এমন কাজ করা যায় না। বিধিভঙ্গের অভিযোগও করেছেন তাঁরা। তৃণমূল অবশ্য অভিযোগ মানেনি।

Advertisement

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বসন্ত উৎসব উপলক্ষে কালনা শহরে হাজির ছিলেন জেলা তৃণমূলের সভাপতি তথা রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। অনুষ্ঠান শেষে যাওয়ার সময় দলীয় নেতা-কর্মীদের বাতাসা বিলি করে প্রচারে নামার নির্দেশ দেন তিনি। পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুর-সহ নানা এলাকাতেও পথে নেমে বাতাসা বিলি করে তৃণমূল। স্বপনবাবু নিজের হাতেও তাঁতশিল্পের সঙ্গে যুক্ত বহু জনকে বাতাসা দেন। শুক্রবার তিনি বলেন, ‘‘এটা তো মিষ্টিমুখ। গরমে সাধারণ মানুষের যাতে কষ্ট না হয় তার জন্যই জল বাতাসা বিলি করা হয়েছে।’’ পূর্বস্থলী ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিকের দাবি, ‘‘ঠাকুরের প্রসাদ হিসাবেও বাতাসা দেওয়া হয়। দোলের দিন সাধারণ মানুষের হাতে এইটুকু দেওয়ার মধ্যে কোনও রাজনীতি নেই।’’

যদিও বিরোধীরা তা মানতে নারাজ। দলের রাজ্য সম্পাদকদের একজন রাজীব ভৌমিক বলেন, ‘‘নির্বাচনী বিধি চালু হয়ে গিয়েছে। বিষয়টি আমরা নির্বাচন কমিশনের নজরে আনব। দলের তরফে খোঁজখবর নেওয়া হচ্ছে।’’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন