হেলমেট পরলেই হাতে মেহগনি গাছ

সর্বশিক্ষা মিশনের যৌথ আবাসিক শিবির উপলক্ষে সম্প্রতি বিদ্যানগর গয়ারাম দাস বিদ্যামন্দিরের ৩০ জন ছাত্র নাদনঘাটের স্কুলটিতে আসে। শিবির চলাকালীন ঠিক হয়, ‘সেফ ড্রাইভ, সেভ লাইফে’র প্রচারেও সামিল হবে তাঁরা। রবিবার সকালে পঞ্চায়েত ভবন লাগোয়া রাস্তায় শুরু হয় অভিযান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পূর্বস্থলী শেষ আপডেট: ১৯ জুন ২০১৭ ১২:৩০
Share:

গাছ দিচ্ছে খুদে। নিজস্ব চিত্র

হেলমেট না পড়ে মোটরবাইক চালালে গাঁধীগিরি করে এত দিন কখনও গোলাপ, কখনও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হতো তাঁদের। এ বার যাঁরা হেলমেট পড়ে মোটরবাইক চালালেন তাঁদের হাতে তুলে দেওয়া হল তরতাজা মেহগনি গাছ। রবিবার এই পথেই হাঁটল পূর্বস্থলী ১ ব্লকের নাদনঘাট রামপুরিয়া উচ্চবিদ্যালয় এবং বিদ্যানগর গয়ারাম দাস বিদ্যামন্দিরের ৬০ জন ছাত্র। হাজির ছিলেন কয়েকজন শিক্ষকও।

Advertisement

সর্বশিক্ষা মিশনের যৌথ আবাসিক শিবির উপলক্ষে সম্প্রতি বিদ্যানগর গয়ারাম দাস বিদ্যামন্দিরের ৩০ জন ছাত্র নাদনঘাটের স্কুলটিতে আসে। শিবির চলাকালীন ঠিক হয়, ‘সেফ ড্রাইভ, সেভ লাইফে’র প্রচারেও সামিল হবে তাঁরা। রবিবার সকালে পঞ্চায়েত ভবন লাগোয়া রাস্তায় শুরু হয় অভিযান। দুপুর পর্যন্ত ৫০ জন মোটরবাইক চালককে চারা গাছ দেওয়া হয়। পড়ুয়া সৈকত দেবনাথ, ফারুক শেখ, সুকুমার মোদকেরা বলে, ‘‘সবাই যত্নে গাছটি বড় করার কথা বলেছে। আর যাঁরা হেলমেট পরেননি তাঁদের বলেছি, মন খারাপ কোরো না। হেলমেট পরলে তোমাদেরও দেব।’’

নাদনঘাট রামপুরিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার গড়াইয়ের দাবি, শুধু পথচলতি মানুষদেরই নয়। ছাত্ররা বাড়ি গিয়ে তাঁদের অবিভাবকদেরও হেলমেট নিয়ে সচেতন করবে। ছাত্রদের উপহারে আশপাশ আরও সবুজ হবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন