Gold jewellery Theft

আইনজীবীর বাড়ি থেকে কুড়ি ভরি সোনার গয়না ও দেড় লক্ষ টাকা চুরি! ধৃত পরিচারিকা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ধমান শহরের উইলবাটি এলাকার বাসিন্দা দিলীপ কুমার চট্টোপাধ্যায় পেশায় আইনজীবী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মে ২০২৫ ২৩:১৪
Share:

—প্রতীকী ছবি।

আইনজীবীর বাড়ি থেকে কুড়ি ভরি সোনার গয়না ও দেড় লক্ষ টাকা চুরির ঘটনায় পরিচারিকাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম সায়রা বানু। বর্ধমান শহরের পিলখানা রোডে তাঁর বাড়ি। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বাড়ি থেকে চুরির কিছু সোনা উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি। চুরিতে পিলখানা রোডেরই আরও এক বাসিন্দা জড়িত বলে ধৃত পুলিশকে জানিয়েছে। চুরির টাকা ও সোনার গয়না তাঁরা দু’জনে ভাগাভাগি করে নেন বলে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জেনেছে পুলিশ। ধৃতকে বৃহস্পতিবারই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। টাকা এবং বাকি সোনার গয়না উদ্ধার করতে ধৃতকে তিন দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। ধৃতের দু’দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ধমান শহরের উইলবাটি এলাকার বাসিন্দা দিলীপ কুমার চট্টোপাধ্যায় পেশায় আইনজীবী। গত ২০ মে বেলা সাড়ে ৩টে নাগাদ তিনি বর্ধমান আদালত থেকে বাড়ি ফেরেন। দোতলায় গিয়ে তিনি দেখেন, ঘরে থাকা আলমারির লক ভাঙা। সেখান থেকে তাঁর স্ত্রীর কুড়ি ভরি সোনার গয়না ও দেড় লক্ষ টাকা চুরি হয়ে গিয়েছে। সোনা ও টাকা একটি ব্যাগের মধ্যে রাখা ছিল। তাঁর স্ত্রী একতলায় ছিলেন। তিনি কিছু টেরই পাননি। ঘটনার দিনই থানায় অভিযোগ দায়ের করেন ওই আইনজীবী। তদন্তে নেমে পুলিশ ঘটনায় বাড়ির পরিচারিকার জড়িত থাকার কথা জানতে পারে। তাকে নোটিস পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। কিন্তু, অভিযুক্ত তদন্তে সহযোগিতা করেননি বলে পুলিশের দাবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement