TMC's Martyr's Day: আজ ‘জায়ান্ট স্ক্রিন’-এ মমতার ভাষণ

অনেক জায়গায় এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন তৃণমূল জেলা নেতৃত্ব। তবে সেই কর্মসূচি হবে দূরত্ব-বিধি বজায় রেখে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ জুলাই ২০২১ ০৭:০১
Share:

ফাইল চিত্র।

ফি বছর গাড়ি অথবা ট্রেনে কলকাতার ধর্মতলায় ‘শহিদ দিবস’-এর সভায় যাওয়াই রেওয়াজ তৃণমূলের কর্মী-সমর্থকদের। গত বছর করোনা-আবহে সেই রীতিতে ছেদ পড়েছিল। করোনার দ্বিতীয় তরঙ্গ সামলাতে জারি হয়েছে বিধিনিষেধ। তৃণমূলের সিদ্ধান্ত, এ বারও ধর্মতলায় সভা হবে না। সভার পরিবর্তে ‘ভার্চুয়াল’ মাধ্যমে ভাষণ দেবেন তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের রাজ্য নেতৃত্বের নির্দেশ, মুখ্যমন্ত্রীর বক্তৃতা সাধারণ মানুষকে শোনানোর জন্য জনবহুল জায়গায় ‘জায়ান্ট স্ক্রিন’ বসাতে হবে। ‘জায়ান্ট স্ক্রিন’-এর পাশাপাশি, পূর্ব বর্ধমানের অনেক জায়গায় এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন তৃণমূল জেলা নেতৃত্ব। তবে সেই কর্মসূচি হবে দূরত্ব-বিধি বজায় রেখে। সকলকেই মাস্ক পরে আসতে হবে।

Advertisement

পূর্ব বর্ধমানের জেলা তৃণমূলের সভাপতি স্বপন দেবনাথ জানিয়েছেন, রাজ্য নেতৃত্বের নির্দেশ মেনে সব বিধায়ককেই আজ, বুধবার ‘শহিদ দিবস’ কর্মসূচি পালন করার কথা বলা হয়েছে। তিনি বলেন, “জনবহুল জায়গায় দলনেত্রীর বক্তব্য শোনার জন্যে জায়ান্ট স্ক্রিন বা এলইডি-র ব্যবস্থাও করতে বলা হয়েছে। কর্মসূচি হবে কোভিড-বিধি মেনে।’’ বর্ধমান শহরে বীরহাটায় ও কার্জন গেটে বড় পর্দা লাগানো হবে। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে কার্জন গেটের সামনে মঞ্চ তৈরি হয়েছে।

পূর্বস্থলীর হেমাতপুরেও তৈরি হয়েছে মঞ্চ। সেখানেও থাকছে ‘জায়ান্ট স্ক্রিন’। কালনার বুলবুলিতলা, ধাত্রীগ্রাম, মালতিপুর-সহ বেশ কিছু জায়গায় মুখ্যমন্ত্রীর বক্তব্য সম্প্রচারের ব্যবস্থা করেছে তৃণমূল। ‘শহিদ দিবস’ উপলক্ষে কাটোয়া মহকুমার অনেক এলাকায় নানা কর্মসূচি রয়েছে তৃণমূলের। কোথাও রক্তদান শিবির হবে। কোথাও হবে দুঃস্থদের মধ্যে ফল বিতরণ। কাটোয়ার তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, “প্রতিটি বুথেই শহিদ বেদিতে মাল্যদান ও পতাকা উত্তোলন করা হবে। কাটোয়া শহরের স্টেশনবাজারে করোনা-বিধি মেনে রক্তদান শিবিরের আয়োজনও করা হয়েছে।’’ তবে কাটোয়ার কোথাও ‘জায়ান্ট স্ক্রিন’ বা এলইডি বসানো হচ্ছে না বলেই তৃণমূল সূত্রে জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়াতেই মুখ্যমন্ত্রীর ‘লাইভ’ বক্তৃতা শুনবেন দলের কর্মীরা।

Advertisement

যুব তৃণমূলও বিভিন্ন জায়গায় আলাদা কর্মসূচি নিয়েছে। জেলা যুব তৃণমূল সভাপতি রাসবিহারী হালদার বলেন, “বৃক্ষরোপণ, খাদ্যসামগ্রী বিতরণ ও রক্তদান শিবিরের পাশাপাশি, মাস্ক ও জীবাণুনাশক বিলির করা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement