Arrest

ছাত্রীকে অপহরণ! বিহার থেকে গ্রেফতার যুবক

পুলিশ জানিয়েছে, আউশগ্রাম থানার গুসকরার ৩ নম্বর ওয়ার্ডের নিউটাউন এলাকার বছর ষোলোর ওই কিশোরীর বাড়ি। গত ২ জানুয়ারি বেলা সাড়ে ১১টা নাগাদ টিউশন পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে সে বার হয়। তার পর থেকে তার হদিস মিলছিল না।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০৮
Share:

— প্রতীকী চিত্র।

ছাত্রীকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার পুলিশ। ধৃতের নাম গোলু কুমার। বিহারের বৈশালি জেলার জানডাহা থানা এলাকায় তাঁর বাড়ি। শনিবার রাতে বিহারের পাটনার মালসালামি সবজি মার্কেটে স্থানীয় থানার সাহায্য নিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। সেখান থেকেই উদ্ধার করা হয় স্কুলছাত্রীকে। ধৃতকে পটনা সিটি অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করে এ রাজ্যে আনার জন্য চার দিনের ট্রানজিট রিমান্ডের আবেদন জানায় পুলিশ। ৪৮ ঘণ্টার ট্রানজিট রিমান্ড মঞ্জুর করে বিহারের আদালত। ধৃতকে রবিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। একই সঙ্গে আদালতে পেশ করে উদ্ধার হওয়া কিশোরীর গোপন জবানবন্দি নথিভুক্ত করায় পুলিশ। ধৃতের জামিন মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম।

Advertisement

পুলিশ জানিয়েছে, আউশগ্রাম থানার গুসকরার ৩ নম্বর ওয়ার্ডের নিউটাউন এলাকার বছর ষোলোর ওই কিশোরীর বাড়ি। গত ২ জানুয়ারি বেলা সাড়ে ১১টা নাগাদ টিউশন পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে সে বার হয়। তার পর থেকে তার হদিস মিলছিল না। বিভিন্ন জায়গায় খোঁজখবর করেও তার হদিস না পেয়ে পরিবারের তরফে ভাতার থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ মোবাইলের সূত্র ধরে কিশোরীর অবস্থান বিহারে বলে নিশ্চিত হয়। এর পরেই তাকে উদ্ধার করতে পুলিশের একটি দল বিহারের উদ্দেশে রওনা দেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement