স্টেডিয়াম দেখভাল নিয়ে বৈঠকে কর্তারা

স্টেডিয়াম পরিচালনা নিয়ে বৈঠক হল আসানসোলে। বৃহস্পতিবার আসানসোল সার্কিট হাউসে এই বৈঠকে ছিলেন রাজ্য ক্রীড়া দফতরের প্রিন্সিপ্যাল সেক্রেটারি সৈয়দ আহমেদ বাবা, বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি প্রমুখ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৭ ০২:০১
Share:

স্টেডিয়াম পরিচালনা নিয়ে বৈঠক হল আসানসোলে। বৃহস্পতিবার আসানসোল সার্কিট হাউসে এই বৈঠকে ছিলেন রাজ্য ক্রীড়া দফতরের প্রিন্সিপ্যাল সেক্রেটারি সৈয়দ আহমেদ বাবা, বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি প্রমুখ।

Advertisement

সম্প্রতি আসানসোল স্টেডিয়াম কমিটি ভেঙে দেওয়ার ফলে এই মাঠে ক্রীড়া সংস্থার খেলা থেকে নানা কোচিং ক্যাম্প, সব বন্ধ হয়ে পড়ে। সপ্তাহ দুয়েক পরে প্রশাসনিক হস্তক্ষেপের পরে ফের খেলা শুরু হয়েছে। তবে এর জেরে ক্রিকেট লিগ নির্দিষ্ট সময়ে শেষ করা যাবে না বলে আশঙ্কা প্রকাশ করেছে ক্রীড়া সংস্থা।

এ দিন মেয়র জানান, অতীতে স্টেডিয়াম তৈরি হয়েছিল প্রতিরক্ষা দফতরের জমিতে। তার পরে স্টেডিয়াম কমিটি তৈরি করা হয়। সেখানে কিছু সরকারি প্রতিনিধিকে রাখা হলেও কার্যত বেসরকারি নিয়ন্ত্রণেই কর্মকাণ্ড চলত। এমনকী, স্টেডিয়ামের জমিও স্টেডিয়াম কমিটির নামেই নথিভুক্ত করা হয়। রাজ্য সরকার ঠিক করে, এই স্টেডিয়ামের উন্নয়ন করতে গেলে সরকারের নামে জমি নথিভুক্ত হওয়া দরকার। তার পরে পুরনো কমিটি ভাঙা হয়েছে। আপাতত নতুন কমিটি তৈরি না হওয়া পর্যন্ত জেলাশাসকের নিয়ন্ত্রণেই স্টেডিয়ামটি রক্ষণাবেক্ষণের কাজ চলবে।

Advertisement

এ দিন প্রিন্সিপ্যাল সেক্রেটারি পূর্ত দফতরকে অবিলম্বে স্টেডিয়ামের পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে একটি রিপোর্ট তৈরি করে তাঁর কাছে পাঠানোর নির্দেশ দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন