আমানত ফেরতের দাবি, সভা

বেসরকারি লগ্নি সংস্থায় গচ্ছিত আমানত ফেরতের দাবিতে বর্ধমানের রেলওয়ে রঙ্গমঞ্চে জেলার বিভিন্ন প্রান্তের আমানতকারীরা শনিবার দুপুরে একটি সভা করলেন।আমানতকারীরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে একটি বেসরকারি লগ্নি সংস্থার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করবেন বলে জানান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৭ ০১:২৭
Share:

বেসরকারি লগ্নি সংস্থায় গচ্ছিত আমানত ফেরতের দাবিতে বর্ধমানের রেলওয়ে রঙ্গমঞ্চে জেলার বিভিন্ন প্রান্তের আমানতকারীরা শনিবার দুপুরে একটি সভা করলেন।

Advertisement

আমানতকারীরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে একটি বেসরকারি লগ্নি সংস্থার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করবেন বলে জানান। ওই সংস্থার আমানতকারীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইনভেস্টরের বর্ধমান জেলার সম্পাদক বাবলু সাউয়ের দাবি, “জেলার কয়েক হাজার মানুষ ওই সংস্থায় টাকা রেখেছিলেন। মেয়াদ পেরনোর পরে টাকা দেওয়া হচ্ছে না। সংস্থার দেওয়া চেক বাউন্স করছে।” রায়না ১ ব্লকের তৃণমূলের সভাপতি তথা প্রাক্তন প্রধান শিক্ষক শৈলেন্দ্রনাথ সাঁইয়ের ক্ষোভ, “তিন লাখ টাকা গচ্ছিত রেখেছিলাম। সুদ তো দূরের কথা, আসলটাই মিলছে না।’’ সভায় সংস্থার কয়েকজন এজেন্টও যোগ দেন।

শুক্রবারই মেমারির অন্য আরও একটি বেসরকারি সংস্থার দফতর থেকে ছ’জন কর্তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের শনিবার আদালতে তোলা হলে পাঁচ জনের ৬ দিন পুলিশি হেফাজতের ও এক জনের জেল-হাজত হয়। পুলিশ জানিয়েছে, প্রায় দু’শো আমানতকারী বৃহস্পতিবার রাতভর দফতরে টাকা চেয়ে কর্তাদের ঘেরাও করে রেখেছিলেন। অভিযোগ, টাকা চাইতে গেলে ওই সংস্থার কর্তারা নানা ভাবে ভয় দেখাচ্ছিলেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন