Mid Day Meal

মিড ডে মিল সামগ্রী পাচারের অভিযোগ, শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ কাটোয়ায়

সূত্রের খবর অনুযায়ী, মিড ডে মিলের সামগ্রী, সরকারি পোস্টার পাচার হচ্ছে বলে দাবি করেন বেশ কয়েকজন অভিভাবক।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ ০১:১৬
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

শিশুশিক্ষা কেন্দ্রে মিড ডে মিল পাচারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কাটোয়ায়। অভিযোগ শিক্ষাকেন্দ্রের এক শিক্ষিকা আঞ্জুমারা বেগমের বিরুদ্ধে। বিষয়টিকে নিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।

Advertisement

সূত্রের খবর অনুযায়ী, মিড ডে মিলের সামগ্রী, সরকারি পোস্টার পাচার হচ্ছে বলে দাবি করেন বেশ কয়েকজন অভিভাবক। এই খবর রটতেই অভিযুক্ত শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দা-সহ অভিভাবকেরা।

তবে অভিযুক্ত শিক্ষিকা সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করে জানান, শিক্ষাকেন্দ্র পরিষ্কার রাখার জন্য বেশ কিছু পেটি, বাক্স এবং ভাঙাচোরা সামগ্রী সরানোর কাজ চলছিল।

Advertisement

স্থানীয় এক বাসিন্দার মতে, বেশ কিছু দিন আগে স্কুল ছুটি হওয়ার পর অভিযুক্ত শিক্ষিকাকে একটি টোটোয় চেপে বেশ কিছু সামগ্রী নিয়ে যেতে দেখেন তিনি। তা দেখার পর তিনি স্থানীয় বাসিন্দাদের বিষয়টি জানালে তারা শিক্ষাকেন্দ্র ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ছাত্রছাত্রীর পাশাপশি থালা-বাসন সহ অনান্য সামগ্রী কমে যাওয়ার ফলে অভিযোগ উঠেছে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement