হৃদরোগে মৃত্যু বিধায়কের

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন মন্তেশ্বরের তৃণমূল বিধায়ক সজল পাঁজা(৫২)। বিধানসভার অবৈধ খনি ও থ্যালাসেমিয়া চিকিৎসা সংক্রান্ত পিটিশন কমিটির সদস্য ছিলেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৬ ০১:৩৪
Share:

সজল পাঁজা।

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন মন্তেশ্বরের তৃণমূল বিধায়ক সজল পাঁজা(৫২)। বিধানসভার অবৈধ খনি ও থ্যালাসেমিয়া চিকিৎসা সংক্রান্ত পিটিশন কমিটির সদস্য ছিলেন তিনি। ওই কমিটির কাজেই বৃহস্পতিবার দিঘা গিয়েছিলেন। সজলবাবুর সঙ্গে থাকা কমিটির ডেপুটি ডিরেক্টর তপন দাস জানান, বিকেল নাগাদ অসুস্থ হয়ে পড়েন তিনি। দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই সন্ধ্যা নাগাদ মারা যান তিনি। জানা গিয়েছে, বৃহস্পতিবার কাঁথি মহকুমার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তাঁরা। মহকুমাশাসকের অফিসে বৈঠকও করেন। সন্ধ্যা নাগাদ হোটেলে ফিরে অসুস্থ হয়ে পড়েন।

Advertisement

এ বারই বিধানসভার টিকিট পেয়েছিলেন সজলবাবু। তাঁর হাত ধরেই ৪১ বছর পরে বামেদের হাত থেকে তৃণমূলের হাতে যায় মন্তেশ্বর। জেলা তৃণমূল সূত্রের খবর, বিধায়ক হওয়ার আগে মন্তেশ্বরের পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে দলের একাধিপত্যের নেপথ্যে ছিলেন সজলবাবু। সম্প্রতি মন্তেশ্বর এলাকার ৪টি পঞ্চায়েতও তৃণমূলের দখলে আসে। এ দিন দলের ব্লক সভাপতির মৃত্যুর খবর মন্তেশ্বরে পৌঁছতেই তৃণমূল নেতা-কর্মীরা রওনা দিয়েছেন। সজলবাবুর স্ত্রী ও দুই ছেলে হাওড়ায় থাকতেন বলেও জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement