বিজেপি কর্মীকে ‘নিগ্রহ’, উত্তপ্ত ভাতার

বিজেপির অভিযোগ, এ দিন গ্রামে ঢুকে তৃণমূলের ‘বহিরাগত’রা মহিলাদের হুমকি দিতে থাকে। এক মহিলা প্রতিবাদ করলে তাঁকে নিগ্রহ করা হয় বলে অভিযোগ। তিনি বর্ধমান আদালতে একটি অভিযোগ জমা দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ভাতার শেষ আপডেট: ০১ জুন ২০১৯ ০৫:১৪
Share:

প্রতীকী ছবি।

দলের মহিলা সমর্থককে নিগ্রহের অভিযোগে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখালেন বিজেপির সমর্থকেরা। তাঁদের অভিযোগ, বুধবার থেকেই ভাতারের নবাবনগর কলোনি এলাকায় অশান্তি চলছে। শুক্রবার দুপুরে তৃণমূলের লোকজন ওই ঘটনা ঘটায় বলেও তাঁদের দাবি। যদিও তৃণমূল অভিযোগ মানেনি।
গত বুধবার রাতে ওই এলাকায় বিজেপি ও তৃণমূলের সংঘর্ষে তৃণমূলের সুশান্ত বিশ্বাস নামে এক কর্মী আহত হন। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি তিনি। বিজেপির দাবি, দলের কয়েকজন বর্ধমানে স্মারকলিপি দিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় নবাবনগর কলোনিতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। বৃহস্পতিবারও দফায় দফায় ওই এলাকায় বিজেপি কর্মী, সমর্থকদের বাড়িতে হামলা চালানো হয়, বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। বিজেপি কর্মী রণজিৎ বিশ্বাস, রতন বারুইদের অভিযোগ, “তৃণমূল ও পুলিশের অত্যাচারে চারশো পরিবারের ছেলেরা গ্রামছাড়া।’’
বিজেপির অভিযোগ, এ দিন গ্রামে ঢুকে তৃণমূলের ‘বহিরাগত’রা মহিলাদের হুমকি দিতে থাকে। এক মহিলা প্রতিবাদ করলে তাঁকে নিগ্রহ করা হয় বলে অভিযোগ। তিনি বর্ধমান আদালতে একটি অভিযোগ জমা দেন। বিজেপির ভাতারের পর্যবেক্ষক গোলাম জার্জিসের অভিযোগ, “পুরুষশূন্য গ্রামে ঢুকে মহিলাদের উপর নির্যাতন করা হচ্ছে। এটা সহ্য করা হবে না। আমরাও সংগঠিত হয়ে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছি।’’ নবাবনগর কলোনি এলাকার তৃণমূল নেতা শম্ভুনাথ শীলের দাবি, “বুধবার বিজয় মিছিলের নামে আমার দোকানে হামলা চালানো হয়েছে। সমর্থকদের বাড়ি ভাঙচুর হয়েছে। তারপর থেকে এলাকায় পুলিশ রয়েছে। আর কোনও ঘটনাও ঘটেনি। হঠাৎ করে মহিলারা মিথ্যা অভিযোগ তুলে চিৎকার করতে শুরু করে দেন।’’
গত বুধবার দিল্লিতে তৃণমূলের পঞ্চায়েত সমিতির ভূমি ও বন কর্মাধ্যক্ষ মানগোবিন্দ অধিকারীর ভাগ্নে, জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ শান্তনু কোনার বিজেপিতে যোগ দেন। বিজেপির অভিযোগ, মানগোবিন্দবাবুর নেতৃত্বে বহিরাগতরা এসে হামলা চালাচ্ছে। যদিও মানগোবিন্দবাবু বলেন, “সব মিথ্যা অভিযোগ। এলাকায় অশান্তি ছড়াতে চাইছে বিজেপি।’’
রায়নার নতু অঞ্চলের হোরপুরে তৃণমূল কার্যালয়ে বৃহস্পতিবার তালা মেরে, দলীয় পতাকা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। এ দিন সকালে সেই দফতরটি পুনুরুদ্ধার করে দলীয় পতাকা তোলেন রায়নার তৃণমূল বিধায়ক নেপাল ঘড়ুই। তিনি বলেন, “বিজেপির নাম ধরে সিপিএম এই সব অসভ্যতামি করছে। মানুষ এ সব বরদাস্ত করবেন না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন