পুরসভার জল সরবরাহে বিপত্তি

অঙ্গদপুরের জল পরিশোধন কেন্দ্রে বৈদ্যুতিক ব্যবস্থায় গণ্ডগোলের জেরে বন্ধ হয়ে গিয়েছে পুরসভার জল সরবরাহ। বিপাকে পড়েছেন শহরের একাংশের মানুষজন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৬ ০০:০৬
Share:

অঙ্গদপুরের জল পরিশোধন কেন্দ্রে বৈদ্যুতিক ব্যবস্থায় গণ্ডগোলের জেরে বন্ধ হয়ে গিয়েছে পুরসভার জল সরবরাহ। বিপাকে পড়েছেন শহরের একাংশের মানুষজন। পুরসভার জল সরবরাহ দফতরের দায়িত্বে থাকা ডেপুটি মেয়র অমিতাভ বন্দ্যোপাধ্যায় জানান, তৎপরতার সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। আজ, মঙ্গলবার সকাল থেকে জল সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে বলে আশা তাঁর।

Advertisement

পুরসভা ছাড়াও দুর্গাপুর শহরে জল সরবরাহ করে থাকে ডিএসপি, ডিপিএল এবং এডিডিএ। শহরের অন্যত্র জল সরবরাহ স্বাভাবিক থাকলেও পুরসভা যে সব জায়গায় জল দেয়, যেমন সিটি সেন্টার, বেনাচিতি-সহ বেশ কিছু এলাকায় রবিবার বিকেল থেকে জল আসছে না। পুরসভা সূত্রে জানা গিয়েছে, জল পরিশোধন কেন্দ্রের বৈদ্যুতিক ব্যবস্থায় গণ্ডগোলের জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। বিদ্যুতের কেব্‌ল ক্ষতিগ্রস্ত হয়েছে, ট্রান্সফর্মার বিকল হয়ে গিয়েছে। দ্রুত মেরামতির জন্য রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বেসরকারি সংস্থার কারিগরি বিভাগের কর্মীদের আনা হয়েছে।

বাড়ির জলাধারে সঞ্চিত জলে সোমবার কোনও রকমে কাটিয়েছেন বাসিন্দারা। মঙ্গলবার সকালে জল না এলে চরম বিপাকে পড়তে হবে বলে জানান তাঁরা। পুরসভা অবশ্য জানায়, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হচ্ছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন