—প্রতিনিধিত্বমূলক চিত্র।
নির্বাচন কমিশনের অনলাইন পোর্টাল থেকে উধাও দুর্গাপুরের ৪১ জনের নাম! রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর বিধানসভা কেন্দ্র দুর্গাপুর পূর্বের ইস্পাত নগরী বিজোনের ভারতী এলাকার এমনই অভিযোগ উঠেছে। এর আতঙ্কে রাতের ঘুম উড়েছে ওই ৪১ জনের।
নির্বাচন কমিশনের পোর্টাল থেকে ৪১ জনের নাম রাতারাতি উধাও বলে অভিযোগ। ২০০২ সালের ভোটার তালিকায় এই ৪১ জনের নাম থাকলেও দুর্গাপুর ইস্পাত নগরীর বিজোনের ভারতী এলাকার এই ৪১ জনের নাম কমিশনের অনলাইন পোর্টালে নেই। এমনটাই দাবি। দুর্গাপুরের মহকুমাশাসকের সঙ্গে শনিবার রাতে তাঁরা দেখাও করেছেন।
এ সব নিয়ে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন দুর্গাপুর পূর্বের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। তাঁর আশ্বাস, কারও যাতে সমস্যা না হয়, তা দেখা হবে। তৃণমূলকে দোষরোপ করে অহেতুক আতঙ্ক তৈরির অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুইয়ের। দুর্গাপুরের মহকুমাশাসক সুমন বিশ্বাস আশ্বাস দিয়েছেন, সমস্যা মিটে যাবে।