মঙ্গলকোট থেকে কলকাতার বাস

প্রতিদিন ভোরে উঠে বাসে বর্ধমান, সেখান থেকে আবার বাস বদলে কলকাতা— কর্মস্থলে যেতে এটাই রুটিন ছিল কল্যাণপুরের মিঠুন মণ্ডলের। কারণ মঙ্গলকোট থেকে কলকাতা যাওয়ার কোনও সরাসরি বাস ছিল না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাটোয়া শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৬ ০০:০৯
Share:

প্রতিদিন ভোরে উঠে বাসে বর্ধমান, সেখান থেকে আবার বাস বদলে কলকাতা— কর্মস্থলে যেতে এটাই রুটিন ছিল কল্যাণপুরের মিঠুন মণ্ডলের। কারণ মঙ্গলকোট থেকে কলকাতা যাওয়ার কোনও সরাসরি বাস ছিল না। তবে সোমবার থেকে দুটি নতুন বাস চালু হওয়ায় সমস্যা অনেকটাই মিটবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

Advertisement

এ দিন নতুনহাট পীরতলায় মাঝিগ্রাম ও কাশেমনগর থেকে ভায়া বর্ধমান কলকাতা যাওয়ার বাস পরিষেবার উদ্বোধন করেন বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী। জানা গিয়েছে, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসদুটি মাঝিগ্রাম থেকে ছাড়বে ভোর সাড়ে পাঁচটায়। আর কাশেমনগর থেকে ছাড়বে ভোর ৬টায়। ৬৫ আসনের বাসদু’টি কাশেমনগর ফুটবল মাঠ ও মঝিগ্রাম পঞ্চায়েত সংলগ্ন মাঠে থাকবে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে মঙ্গলকোটের সঙ্গে কলকাতার সরাসরি যোগাযোগ না থাকায় বর্ধমান বা বহরমপুর হয়ে কলকাতা যেতে হতো। মুশকিলে পড়তেন নিত্যযাত্রী, রোগী থেকে ছাত্রছাত্রীরা। তবে বাস পরিষেবা চালু হওয়ায় গোতিষ্ঠা, লাখুরিয়া, কল্যাণপুর, চাকদার মতো ১৫টি পঞ্চায়েত এলাকার প্রায় লাখ চারেক বাসিন্দা সুবিধে পাবেন। আটঘরার বাসিন্দা ধানু মাঝি, মল্লিকপুরের বাপি হাজরাদের কথায়, ‘‘বর্ধমান হয়ে যেতে ঘন্টা দুয়েক সময় নষ্ট হতো। সকালে কলকাতা পৌঁছতে গেলে ভোররাতে বেরোতে হতো।’’ বিধায়ক এ দিন আশ্বাস দেন, এই বাসদুটি ভাল চললে উত্তরবঙ্গ যাওয়ার বাসও চালু করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন