সদ্যোজাতের মৃত্যু, ভাঙচুর নার্সিংহোমে

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগে সোমবার আসানসোলের এক নার্সিংহোমে ভাঙচুর চালালেন কিছু লোকজন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোগীর পরিবারের অভিযোগ খতিয়ে দেখতে বিভাগীয় তদন্ত ও ক্ষতিপূরণে আশ্বাস দিয়েছেন নার্সিংহোম কর্তৃপক্ষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৬ ২৩:৫৩
Share:

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগে সোমবার আসানসোলের এক নার্সিংহোমে ভাঙচুর চালালেন কিছু লোকজন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোগীর পরিবারের অভিযোগ খতিয়ে দেখতে বিভাগীয় তদন্ত ও ক্ষতিপূরণে আশ্বাস দিয়েছেন নার্সিংহোম কর্তৃপক্ষ।

Advertisement

রোগীর পরিজনেরা নার্সিংহোম কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন, রবিবার রাতে বার্নপুরের এক প্রসূতিকে সেখানে ভর্তি করানো হয়। রাতে তিনি প্রসব যন্ত্রণা অনুভব করায় পরিজনেরা ডাক্তার ডাকতে অনুরোধ করেন কর্তব্যরত নার্সকে। কিন্তু অনেকক্ষণ পরেও চিকিৎসক আসেননি বলে অভিযোগ। সাধারণ শয্যাতেই সন্তানের জন্ম দেন ওই প্রসূতি। কিন্তু অল্প সময়ের মধ্যেই নবজাতক মারা যায়।

সোমবার সকালে প্রসূতির পরিজনেরা প্রথমে মৃত শিশুকে নার্সিংহোমের রিসেপশনের টেবিলে রেখে বিক্ষোভ শুরু করেন। পরে হঠাৎই ভাঙচুর শুরু হয়। আতঙ্কিত হয়ে পড়েন নার্সিংহোমের কর্মী ও অন্য রোগীর আত্মীয়েরা। নার্সিংহোম কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করলেও ফল হয়নি। খবর পেয়ে পৌঁছয় আসানসোল উত্তর থানার পুলিশ। এর পরে পরিস্থিতি শান্ত হয়। নার্সিংহোম কর্তৃপক্ষ জানান, খবর দেওয়ার পরেও চিকিৎসক না আসার অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন