স্বাভাবিক ব্যাঙ্ক ও রেল

পূর্ব রেলের আসানসোল ডিভিশনের জনসংযোগ আধিকারিক রূপায়ণ মিত্র বলেন, ‘‘আমাদের নিজস্ব সার্ভার কাজে লাগিয়ে যাবতীয় পরিষেবা স্বাভাবিক রাখা হয়। ফলে টিকিট সংরক্ষণ-সহ নানা কাজে তেমন সমস্যা হয়নি।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল ও রানিগঞ্জ শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৮ ০১:২৩
Share:

শহরের রাস্তায় চলছে টহল। বৃহস্পতিবার। নিজস্ব চিত্র

গোলমালের জেরে বুধবার সন্ধ্যায় আসানসোল মহকুমা জুড়ে শুক্রবার ১২টা পর্যন্ত যাবতীয় ইন্টারনেট পরিষেবা বন্ধের নির্দেশ দিয়েছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক শশাঙ্ক শেঠী। এই নির্দেশের পরে বৃহস্পতিবার শহর ঘুরে দেখা গেল, নিজস্ব সার্ভারকে কাজে লাগিয়ে পরিস্থিতির মোকাবিলা করেছে ব্যাঙ্ক, ডাকঘর ও রেল। অন্যান্য পরিষেবাও গত দু’দিনের তুলনায় কিছুটা স্বাভাবিক। তবে আয়কর জমা দেওয়া-সহ নানা কাজে সমস্যায় পড়েন নাগরিকদের একাংশ। টাকা মেলেনি বেশ কিছু এটিএম-এও।

Advertisement

পূর্ব রেলের আসানসোল ডিভিশনের জনসংযোগ আধিকারিক রূপায়ণ মিত্র বলেন, ‘‘আমাদের নিজস্ব সার্ভার কাজে লাগিয়ে যাবতীয় পরিষেবা স্বাভাবিক রাখা হয়। ফলে টিকিট সংরক্ষণ-সহ নানা কাজে তেমন সমস্যা হয়নি।’’ শহরের একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও আসানসোল মূল ডাকঘরেও দেখা গিয়েছে পরিষেবা মোটামুটি স্বাভাবিক। আসানসোলের রবীন্দ্র ভবন চত্বর লাগোয়া রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের একটি বড় শাখায় গিয়ে দেখা গেল উপভোক্তাদের ভিড়। একই ছবি দেখা গিয়েছে মূল ডাকঘরেও। রানিগঞ্জের একটি বেসরকারি ব্যাঙ্কের কর্তা সুব্রত চেল বলেন, ‘‘আমাদের ব্যাঙ্কে কাজকর্ম হয়েছে। তবে ভিড় কম ছিল।’’

তবে শহর জুড়ে এটিএম পরিষেবা ঠিকমতো ছিল না। অনিতা সেন নামে এক জন জানান, এ দিন বাড়ির জরুরি দরকারে রবীন্দ্র ভবন লাগোয়া একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম-এ গিয়েছিলেন। কিন্তু ‘লিঙ্ক’ না থাকায় টাকা মেলেনি। একই কথা জানান, মহম্মদ আনিসুর নামে এক জনও।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন